হারের বৃত্তেই নবাগত লিওপার্ডস
আবারও নিদারুণ ব্যাটিং ঢাকা লিওপার্ডসের। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে কোনো রকমে পায় ১৯৮ রানের সংগ্রহ। স্বল্প পুঁজি নিয়ে আহামরি কিছু করতে পারেনি বোলিংয়ে। তাতে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএলে) হারের বৃত্তেই নবাগত লিওপার্ডস। বুধবার (৫ এপ্রিল) তাদের ৫ উইকেটে হারিয়ে ব্রাদার্স তুলে নিয়েছে দ্বিতীয় জয়।
সাভারে বিকেএসপির ৩ নাম্বার গ্রাউন্ডে ৪১.৫ ওভারে জয় নিশ্চিত করে ব্রাদার্স। ৭ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে ১২ দলের টেবিলে ১১ নাম্বারে রয়েছে দলটি। লিওপার্ডসের অবস্থান তলানিতে। বৃষ্টির আশীর্বাদে তাদের ঝুলিতে জমা পড়েছে ১ পয়েন্ট (গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হয়)। অপর ৬ ম্যাচের সবকটিতে তাদের সঙ্গী হার।
ঘরোয়া টুর্নামেন্টে ব্রাদার্সের দ্বিতীয় জয়ের নায়ক আরাফাত সানি জুনিয়র। বোলিংয়ে সেরা পারফরম্যান্স ছিল তার। ৯.৪ ওভারে ৪৫ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। মেহেদি হাসান, সাদ নাসিম এবং রাহাতুল ফেরদৌস পান ২টি করে উইকেট। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে লম্বা ইনিংস খেলতে পারেনি লিওপার্ডসের ব্যাটাররা।
ব্যাটিং বিপর্যয়ের দিনে মাত্র ৬৮ রানে সেরা ৫ ব্যাটারকে হারায় নবাগত দলটি। এরপর কিছুটা লড়াই করেন আরিফুল ইসলাম (৩০), আল ইমরান (২৫) এবং সোহরাওয়ার্দী শুভ (৪৫)। এই তিনজনের ব্যাটে শেষ পর্যন্ত ৪৮.৪ ওভার পর্যন্ত স্থায়ী হয় লিওপার্ডসের ইনিংস।
সহজ লক্ষ্য তাড়ায় ব্রাদার্সের জয়ের পথ প্রশস্ত হয় তানজিদ হাসান ও মাইশুকুর রহমানের হাফ সেঞ্চুরিতে। ৭১ রান করে আউট হন ওপেনার তানজিদ। মাইশুকুর মাঠ ছাড়েন দলের জয় নিশ্চিত করে। ৮৪ বলে ৫ চারে ৫১ রানে অপরাজিত ছিলেন এই মিডল-অর্ডার ব্যাটার।
এ ছাড়া আরাফাতের ব্যাট থেকে আসে ২৩ রান। দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাটিংয়ে রান পাওয়ায় ম্যাচ শেষে তার হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
এসজি