রাতে ক্যাম্প ন্যুতে রিয়ালের অগ্নিপরীক্ষা
লা লিগায় শিরোপা জয়ের দৌড়ে রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলেছে বার্সেলোনা। কাতালান ক্লাবটির থাবায় কোপা দেল রে’তেও বিদায়ের শঙ্কায় লা লিগা চ্যাম্পিয়নরা। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম লেগে বার্সার বিপক্ষে ১-০ গোলে হেরেছে রিয়াল।
আজ (৫ এপ্রিল) প্রতিপক্ষের মাঠ ক্যাম্প ন্যুতে সেমির ফিরতি লেগ খেলতে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এক কথায়, বার্সার আঙিনায় অগ্নিপরীক্ষা দিতে নামবে রিয়াল। বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
কঠিন ম্যাচের আগে শক্তি বেড়েছে রিয়ালের রক্ষণভাগে। যদিও ডিফেন্ডার ফেরলান্ড মেন্ডি হ্যামস্ট্রিং ইনজুরিতে ছিটকে গেছেন দল থেকে, তবে আনচেলত্তি তার দলে ফিরে পেয়েছেন আরেক ডিফেন্ডার আন্তেনিও রুডিগেরকে। গত সপ্তাহে পাওয়া পেশি চোট থেকে সেরে উঠেছেন জার্মানির তারকা ফুটবলার। এল ক্লাসিকোর আগে পুরোদমে দলের অনুশীলনে ছিলেন রুডিগের।
বার্সার শিবিরে ঠিক উল্টো চিত্র। ডিফেন্সে আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে পাওয়া নিয়ে শঙ্কায় জাভি। তার বিকল্প হিসেবে রক্ষণে দেখা যেতে পারে মার্কোস আলোনসোকে। গুরুত্বপূর্ণ ম্যাচে চোটাক্রান্ত পেদ্রি এবং উসমানে দেম্বেলেকেও পাচ্ছে না কাতালান ক্লাবটি। এমনকি খেলা নিয়ে শঙ্কায় ফ্রেঙ্কি ডি ইয়ং।
সবমিলে ফাইনালে উঠার মিশনে একাদশ সাজাতেই হিমশিম খেতে হবে জাভিকে। যদিও প্রথম লেগে জিতে সুবিধাজনক স্থানে তার দল, তবুও নির্ভার থাকতে পারছেন না তিনি।
মঙ্গলবার (৪ এপ্রিল) সংবাদ সম্মেলনে জাভি বলেছেন, ‘এটি সেমিফাইনাল কিন্তু এর অর্থ অনেক, এটি আমাদের জন্য একটি ফাইনাল। এটি কোপা দেল রে’র ফাইনালে উঠার সুযোগ। তার উপর আবার চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানোর সুযোগ, তাই এই ম্যাচের মূল্য অনেক। আমরা ট্রফি এবং সাফল্যের জন্য ক্ষুধার্ত।’
বার্সা কোচ আরও বলেন, ‘রিয়াল মাদ্রিদ যেকোনো দলকে হারাতে পারে। নকআউট ম্যাচগুলোতে তারা খুব বেশি অভ্যস্ত। দলটি এখনো ফেবারিট। প্রথম লেগ জয়ের কোনো অর্থ নেই। হয়তো এটা আমাদের আত্মবিশ্বাস বাড়াবে কিন্তু রিয়াল প্রতিশোধ নিতে চাইবে। নিশ্চিতভাবেই বলা যায়, তারা আমাদের উপরে চড়াও হবে।’
অপরদিকে, রিয়াল কোচ আনচেলত্তি বলেছেন, ‘রিয়াল ভায়াদলিদের বিপক্ষে ভালো পারফরম্যান্সের পর আমরা অনুপ্রাণিত এবং আত্মবিশ্বাসী। সর্বোপরি, ভালো অনুভব করছি। এল ক্লাসিকোতে ভালো খেলার বিষয়ে আশাবাদী আমরা। বার্সা এক গোলে এগিয়ে আছে। তাই ফাইনালে উঠার জন্য ফিরতি লেগে আমরা আমাদের সবটুকু দেব।’
এসজি