সাকিব-মুশফিকের পঞ্চম শতরানের জুটি
টেস্ট পরিবারে বাংলাদেশের যাত্রা সুখকর নয়। যে কোনো টেস্ট খেলুড়ে দেশের সঙ্গে প্রথম মোকাবেলাতেই বাংলাদেশ হেরেছে। ২০০০ সালে টেস্ট পরিবারের সদস্যপদ পাওয়ার পর আগের সদস্যপদ পাওয়া দেশগুলোর সঙ্গে বাংলাদেশের হার না হয় মেনে নেওয়া যায়। কিন্তু বাংলাদেশের ১৭ বছর পর টেস্ট খেলার সনদ পাওয়া আফগানিস্তানের কাছেও প্রথম দেখাতে হেরে যাওয়াটাকে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা সহজে মেনে নিতে পারেননি। এরপর বাকি থাকে আফগানিস্তানের সঙ্গেই টেস্ট সনদ পাওয়া আরেক দেশ আয়ারল্যান্ড।
৪ এপ্রিল শুরু হওয়া টেস্টের প্রথম দিন আয়ারল্যান্ডকে ২১৪ রানে অলআউট করে বাংলাদেশ অন্তত জানান দিয়েছিল এবার আর সে রকম কিছু ঘটতে যাচ্ছে না বা ঘটার সম্ভাবনাও কম। কিন্তু প্রথম দিনই ২ উইকেট হারিয়ে বাংলাদেশ প্রথম দিনের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আর ধরে রাখতে পারেনি। কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দ্বিতীয় দিনের শুরুতেই আবারও উইকেট হারিয়ে বাংলাদেশ সত্যিকার অর্থে চাপে পড়ে যায়। কিন্তু সেই চাপকে পরে আর বাড়তে দেয়নি বাংলাদেশ। চাপকে ক্ষণস্থায়ীতে পরিণত করে ম্যাচে ফিরে বাংলাদেশ। আর সেই ফেরার কাজটা করেন দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার অধিনায়ক সাকিব ও মুশফিক। দুই জনে অনেকটা ওয়ানডে মেজাজে খেলে গড়েন শতরানের জুটি। মুক্ত করেন চাপ। নিয়ন্ত্রণ নেন ম্যাচের। লাঞ্চ পর্যন্ত দুই জনে অবিচ্ছিন্ন থেকে চতুর্থ উইকেট জুটিতে তারা যোগ করেন ১৩০ রান।
সাকিব-মুশফিক জুটির এটি ছিল পঞ্চম শতরানের জুটি। এ জন্য তারা খেলেছেন ৬৫ ইনিংস। এই জুটি গড়ে তারা হাবিবুল বাশার সুমন ও জাভেদ ওমর বেলীম গুল্লর পাশে গিয়ে বসেছেন। তাদেরও জুটিতে আছে ৫টি শতরান। তারা ইনিংস খেলেছিলেন ৩২টি।
এমপি/আরএ/