মোস্তাফিজহীন দিল্লির দ্বিতীয় হার
সেরা একাদশ কিংবা অতিরিক্ত চারজনের তালিকা, কোনোটাতেই ঠাঁই হয়নি মোস্তাফিজুর রহমানের। গুজরাট টাইটান্সের বিপক্ষে টাইগার পেসারের পরিবর্তে যাদের উপর আস্থা রেখেছিল দিল্লি ক্যাপিটালস, সেই আনরিচ নর্টজে এবং খলিল আহমেদ জেতাতে পারেনি দলকে। তাতে মোস্তাফিজহীন দিল্লি আইপিএলের ১৬তম আসরে টানা দুই হার দেখল।
মঙ্গলবার ঘরের মাঠ অরুন জেটলি স্টেডিয়ামে ৬ উইকেটে হেরেছে দিল্লি। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৬২ রানের পুঁজি পায় স্বাগতিকরা। প্রতিপক্ষের চ্যালেঞ্জিং এই সংগ্রহ ১১ বল হাতে রেখেই টপকে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট।
হার দিয়ে টুর্নামেন্ট শুরু করা দিল্লি তাদের দ্বিতীয় ম্যাচে নিয়মিত বিরতিতে উইকেট হারায়। তাদের হয়ে দুই অঙ্কের রানে পৌঁছাতে পারেন মাত্র চারজন- অধিনায়ক ডেভিড ওয়ার্নার (৩৭), সরফরাজ খান (৩০), অভিষেক পোরেল (২০) এবং অক্ষর প্যাটেল (৩৬)।
গুজরাটের হয়ে দারুণ বোলিং করেন মোহাম্মদ শামি এবং রশিদ খান। দুজনেই শিকার করেন ৩টি করে উইকেট। আলজারি জোসেফের ঝুলিতে জমা পড়ে ২ উইকেট। তাদের দারুণ বোলিংয়ের বিপরীতে ওয়ার্নারদের ছোট ছোট অবদানে লড়াকু পুঁজি পায় দিল্লি।
কিন্তু নর্টজে-খলিলদের বোলিং লাইনআপ জয় পাইয়ে দিতে পারেনি দলকে। দক্ষিণ আফ্রিকান পেসার ৪ ওভারে ৩৯ রান খরচায় ২ উইকেট শিকার করেন। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খলিল পান ১ উইকেট। বিনিময়ে ২৪ বলে দেন ৩৮ রান।
খুব বেশি খরুচে ছিলেন মুখেশ কুমার। ৪ ওভারে ৪২ রান দেন তিনি। মন্দের ভালো ছিলেন অপর দুই বোলার- মিচেল মার্শ (৩.১-০-২৪-১) এবং কুলদীপ যাদব (৩-০-১৮-০)।
রান তাড়ায় গুজরাটের সহজ জয়ের নেপথ্যে ছিলেন সাই সুদর্শন। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। অপরাজিত ছিলেন ৬২ রানে। তার ৪৮ বলে ইনিংসে ছিল ৪ চার ও ২ ছক্কার মার। ব্যাট হলে ঝড় তুলেন ডেভিড মিলারও। ১৬ বলে ১৯৩.৭৫ স্ট্রাইক রেটে ৩১ রানে অপরাজিত ছিলেন তিনি।
আরএ/