দিল্লির দ্বিতীয় ম্যাচেও দর্শক মোস্তাফিজ
আইপিএলের শুরুতে মোস্তাফিজুর রহমানকে বসিয়ে রাখার চড়ামূল্য দিয়েছে দিল্লি ক্যাপিটালস। টুর্নামেন্ট শুরু করেছে লখনৌ সুপার জায়ান্টসের কাছে ৫০ রানে হেরে। তারপরও দিল্লির দ্বিতীয় ম্যাচে দর্শকের আসনে মোস্তাফিজ। কাটার মাস্টার ছাড়াই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিপক্ষে একাদশ সাজিয়েছে ডেভিড ওয়ার্নারের দল।
মঙ্গলবার (৪ এপ্রিল) দিল্লির মাঠ অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতেন গুজরাট অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। চেন্নাই সুপার কিংসকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছেন তারা। তাদের বিপক্ষে ম্যাচে একাদশে জোড়া পরিবর্তন এনেছে দিল্লি।
দলে ফেরানো হয়েছে দক্ষিণ আফ্রিকান পেসার আনরিচ নর্টজে এবং ভারতীয় কিপার-ব্যাটার অভিষেক পোরেলকে। রভম্যান পাওয়েল ছাড়াও বাদ পড়েছেন মুখেশ কুমার।
দিল্লি একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), পৃথ্বি শো, মিচেল মার্শ, রাইলি রুশো, সরফরাজ খান, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল, কুলদ্বীপ যাদব, চেতন সাকারিয়া, খলিল আহমেদ এবং আনরিচ নর্টজে।
গুজরাট একাদশ: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, সাই সুদর্শন, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, মোহাম্মদ শামি, জসুয়া লিটল, ইয়াম দয়াল এবং আলজারি জোসেফ।
এসজি