৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে তাসকিন
সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়ে ৪ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। দলের ফিজিও বায়েজিদুল ইসলামের উদ্ধৃতি দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, তাসকিনের এমআরআই করানো হয়েছে। যেখানে রিপোর্ট এসেছে তিনি বাঁ পাশে সাইড স্ট্রেইনে (গ্রেড-২) ভুগছেন। এরকম ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে ৪ সপ্তাহের মতো সময় লাগে। অপ্রত্যাশিত এই ইনজুরিতে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে পারবেন না।
তাসকিন মূলত ইনজুরিতে পড়েছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে। কিন্তু এই কয়েকদিনেও তার অবস্থার খুব একটা উন্নতি হয়নি। আজ (৩ এপ্রিল) তিনি দলের সঙ্গে অনুশীলনেও আসেননি।
আয়ারল্যান্ডের বিপক্ষে এবারের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেই দারুণ বোলিং করেছিলেন তাসকিন। ওয়ানডেতে ৩ ম্যাচর ২টিতে বোলিং করে নিয়েছিলেন ৫ উইকেট। আর টি-টোয়েন্টি সিরিজে ৮ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়।
এমপি/এসজি