লাল বলে ‘সাদামাটা’ আয়ারল্যান্ড
একইসঙ্গে টেস্ট স্ট্যাটাস পেয়েছে আয়ারল্যান্ড এবং আফগানিস্তান। সেটা ২০১৭ সালে। সময়ের পরিক্রমায় ৬ টেস্ট খেলে ৩ জয় পেয়েছে আফগানরা। কিন্তু আইরিশরা এখন পর্যন্ত খেলতে পেরেছে মোটে ৩ টেস্ট। নেই কোনো জয়। এক কথায়, লাল বলে ‘সাদামাটা’ তাদের পারফরম্যান্স।
ক্রিকেটের লংগার ভার্সনে আইরিশদের অভিষেক হয় ২০১৮ সালে। প্রতিপক্ষ ছিল পাকিস্তান। পরের বছর টেস্ট খেলে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে। অর্থাৎ ২০১৯ সালের পর আগামীকাল প্রথম সাদা জার্সিতে দেখা যাবে অ্যান্ড্রু বালবির্নিদের।
তার আগে দেখে নেওয়া যাক তাদের প্রথম তিন টেস্টের সারাংশ ১১ মে ২০১৮ টেস্টে আইরিশদের অভিষেক ২০১৮ সালের ১১ মে। ডাবলিনের দ্য ভিলেজে খেলবে নামে পাকিস্তানের বিপক্ষে। দুই দলের প্রথম দিনটা ভেস্তে যায় বৃষ্টিতে। বৈরি আবহাওয়ার কারণেই ঐতিহাসিক টেস্টটি চলে পঞ্চম দিন পর্যন্ত। তবে লড়াইয়ের ছিটেফোঁটাও দেখাতে পারেনি স্বাগতিকরা। হারে ৫ উইকেট ব্যবধানে। পাকিস্তান প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৯ উইকেটে ৩১০ রানে।
জবাবে আয়ারল্যান্ড গুটিয়ে যায় ১৩০ রানে। ফলোঅনে নেমে পায় ৩৩৯ রানের সংগ্রহ। তাতে পাকিস্তানের জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৬০, যা অনায়াসেই টপকে যায় সফরকারীরা।
১৫ মার্চ ২০১৯
এদিন আয়ারল্যান্ড তাদের দ্বিতীয় টেস্ট খেলতে নামে দেরাদুনে। প্রতিপক্ষ ছিল আফগানিস্তান, যাদের বিপক্ষে চতুর্থ দিনেই পরাজয় নিশ্চিত হয় আইরিশদের। দুই ইনিংসে তারা পেয়েছিল যথাক্রমে ১৭২ ও ২৮৮ রানের পুঁজি। প্রথম ইনিংসে ৩১৪ রান করা আফগানরা চতুর্থ ইনিংসে ১৪৭ রানে লক্ষ্য টপকে যায় ৭ উইকেট হাতে রেখে।
২৪ জুন ২০১৯
ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডকে ভড়কে দিয়েছিল আয়ারল্যান্ড। মাত্র ৮৫ রানে গুটিয়ে দেয় ক্রিকেটের জনকদের ইনিংস। এরপর সফরকারীরা করে ২০৭ রান। তবে স্নায়ুচাপ ধরে রাখতে পারেনি আইরিশরা। ঘুরে দাঁড়িয়ে ইংলিশরা দ্বিতীয় ইনিংস পায় ৩০৩ রানের সংগ্রহ। এরপর প্রতিপক্ষকে অলআউট করে ৩৮ রানে! তাতে তৃতীয় দিনে ১৪৩ রানের বড় জয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিল ইংলিশরা।
এমএমএ/