ইনজুরিতে ঢাকা টেস্টে নেই তাসকিন
ইনুজরির কবলে পড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের গতি তারকা তাসকিন আহমেদ।
মূলত সাইড স্ট্রেইনের ব্যথার কারণেই টি-টোয়েন্টি সিরিজের সেরা খেলোয়াড় তাসকিনের ছিটকে পড়া। দলীয় সূত্রে জানা গেছে স্কেন করাতে তাসকিনকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।
মেডিক্যাল রিপোর্ট পাওয়ার পর তাসকিনের ইনজুরির প্রকৃত অবস্থা জানা যাবে। ধারণা করা হচ্ছে অন্তত দুই সপ্তাহ সময় লাগবে তাসকিনকে সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে। তাসকিনের পরিবর্তে এখনো কাউকে দলে নেওয়া হয়নি। টেস্ট শুরু হবে আগামীকাল (৪ এপ্রিল) মঙ্গলবার।
তাসকিন মূলত ইনজুরিতে পড়েছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে। কিন্তু এই কয়েকদিনেও তার অবস্থার খুব একটা উন্নতি হয়নি। সোমবার (৩ এপ্রিল) তিনি দলের সঙ্গে অনুশীলনেও আসেননি।
আয়ারল্যান্ডের বিপক্ষে এবারের সিরিজে তাসকিন ওয়ানডে ও টি-টোয়েন্টি দুইটি সিরিজেই দারুণ বোলিং করেছিলেন। ওয়ানডেতে ৩ ম্যাচর ২টিতে বোলিং করে নিয়েছিলেন ৫ উইকেট। আর টি-টোয়েন্টি সিরিজে ৮ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়।
এমএমএ/