কোহলির সামনে উড়ে গেলেন রোহিত
বিরাট কোহলির কাছ থেকে ভারতীয় দলের নেতৃত্ব পেয়েছেন রোহিত শর্মা। এই দুজনের দ্বন্দ্ব কমবেশি সবারই জানা। এবারের আইপিএলে দুজনে প্রথম মুখোমুখি হয়েছিলেন শনিবার (১ এপ্রিল)। যেখানে বিরাট কোহলি সামনে স্রেফ উড়ে গেছেন রোহিত শর্মা। তা যেমন দলগত ভাবে, তেমনি ব্যক্তিগত ভাবে। ব্যাঙ্গালুরু রয়েল চ্যালেঞ্জার্স জয়ী হয়েছে ৮ উইকেটে। মুম্বাই ইন্ডিয়ান্সের করা ৭ উইকেটে ১৭৭ রান ব্যাঙ্গালুরু টপকে যায় মাত্র ১৬.২ ওভারে ১৭৮ রান করে। কোহলি ৪৯ বলে ৫ ছক্কা ও ৬ চারে ৮২ রানে করে অপরাজিত থাকেন। সেখানে রোহিত শর্মা করেন ১০ বলে মাত্র ১ রান।
বিরাট কোহলি ও ডুপ্লেসি উদ্বোধনী জুটিতে যেভাবে খেলছিলেন তাতে করে ব্যাঙ্গালুরুর ১০ উইকেটে ম্যাচ জেতা অবাক হওয়ার কিছু ছিল না। দুইজনে উদ্বোধনী জুটিতে মাত্র ১৪.৫ ওভারে ১৪৮ রানে এনে দেন। মাত্র ৪৩ বলে ৬ ছক্কা ও ৫ চারে ৭৩ রান করে আরশাদ খানের বলে টিম ডেবিডের হাতে ধরা পড়েন। হাফ সেঞ্চুরি করেন ২৯ বলে।
ডু প্লেসি আউট হওয়ার পর দিনেশ কার্তিকও কোন রান না করে ফিরে যান ক্যামেরুন গ্রিনের বলে তিলক ভার্মার হাতে ধরা পড়ে বিদায় নেন। এরপর গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে বিরাট কোহলি আর কোনও উইকেটের পতন হতে দেননি। কোহলি ৩৮ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ৪৯ বলে ৫ ছক্কা ও ৬ চারে ৮২ রান করে অপরাজিত থাকেন।
এর আগে মুম্বাই ইন্ডিয়ানসকে নিজেদের মাঠে বেঙ্গালুরু টস জিতে ব্যাট করতে পাঠিয়ে শুরুতেই চরম আঘাত হানে। মাত্র ৪৮ রানে তারা চার উইকেট হারায় তারপরও সেখান থেকে অলআউট না হয়ে দলের রান ৭ উইকেটে ১৭১ পর্যন্ত যাওয়ার পেছনে মূল অবদান ছিল তিলক ভার্মার। তিনি একাই দলকে টেনে নিয়ে যান ৪৬ বলে ৪ ছক্কা ও ৯ চারে ৮৪ রান করে অপরাজিত থাকেন। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল নেহালের ২১।কার্ন শর্মা ৩২ রানে নেন ২ উইকেট। ম্যাচ সেরা হন ডু প্লেসি।
এমপি/এএস