নবাগত লিওপার্ডসকে সুযোগ দেয়নি আবাহনী
নবাগত ঢাকা লিওপার্ডসকে ৫২ রানে হারিয়ে পয়ন্ট টেবিলে আবার শীর্ষে উঠে এসেছে আবাহনী।
রবিবার (২ এপ্রিল) বিকেএসপির ৪ নম্বর মাঠে আবাহনী আগে ব্যাট করে ওপেনার এনামুল হক বিজয়ের অপরাজিত ১০৭ রানে ভর করে ৬ উইকেটে ২৬৬ রান করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকা লিওপার্ডস ৪৮.৫ ওভারে ২১২ রানে অলআউট হয়। ৬ ম্যাচে সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে আবাহনী সবার উপর। সমান ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্টও ১২। নেট রান রেটে তারা দ্বিতীয় স্থানে আছে। ঢাকা লিওপার্ডসের পয়েন্ট ১। তারা আছে সবার নিচে।
টস জিতে ব্যাট করতে নেমে আবাহনীর দুই ইনফর্ম ব্যাটসম্যান এনামুল হক বিজয় ও মোহাম্মদ নাঈম শেখ উদ্বোধনী জুটিতে ২৯.৩ ওভারে ১৪৫ রান এনে দেন। নাঈম ৮৫ বলে ২ ছক্কা ও ৩ চারে ৫৭ রান করে আরিফুলের বলে রকিবুলের হাতে ধরা পড়ে বিদায় নিলেও এনামুল ফিরেন সেঞ্চুরি করার পর রান আউটের শিকার হয়ে। আরিফুলের বলে ২ রান নিয়ে ১১৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন।
লিগে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। ব্রাদার্সের বিপক্ষে লিগে নিজেদের প্রথম ম্যাচে তিনি ১২৩ রান করেছিলেন। এ ছাড়া তার ৮০ ও ৫৪ রানের দুইটি অপরাজিত ইনিসও আছে।
এনামুল আউট হওয়ার পর জাকের আলী ১৩, আফিফ হাসান ২১,মোসাদ্দেক হোসেন ২১, মোহাম্মদ সাইফউদ্দিন অপরাজিত ১৮,. তানজিম হাসান সাকিব অফরাজিত ১২ রাস করে দলের রানকে ৬ উইকেটে ২৬৬ পর্যন্ত নিয়ে যান। দেলোয়ার হোসেন ৪৫ রানে নেন ২ উইকেট।
জয়ের লক্ষ্যে ব্যটা করতে নেমে ঢাকা লিওপার্ডসের ওপেনার পিনাক ঘোষ ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। পিনাক ৯৬ বলে ৬ চারে ৬৮ রান করে মোাহম্মদ সাইফউদ্দিনের বলে অতিরিক্ত ফিল্ডার রিশাদ হোসেনের হাতে ধরা পড়ে বিদায় নেন। এ ছাড়া অধিনায়ক মঈন খান ৩১, আল ইমরান ২৯ রান করেন।
আবাহনীর রকিবুল হাসান ৩০ ও রিপন মন্ডল ৩৩ রানে নেন ৩টি করে উইকেট। ২টি করে উইকেট নেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানভীর ইসলাম।
এমপি/এমএমএ/