অগ্রণী ব্যাংককে ৮ উইকেটে হারাল শাইন পুকুর
নবাগত অগ্রণী ব্যাংককে ৮ উইকেটের বড় ববধানে হারিয়ে আবার জয়ের ধারায় ফিরেছে শাইন পুকুর। রবিবার (২ এপ্রিল) ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে অগ্রণী ব্যাংক ৪৫.৪ ওভারে ১৬১ রানেঅলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে শাইনপুকুর ৩২.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬২ রান করে ম্যাচ জিতে। ৬ ম্যাচে দুই দলেরই পয়েন্ট সমান, ৪ করে।
শাইন পুকুরের অধিনায়ক ফরহাদ রেজা টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত অর্থবহ করে তুলেন তিন নিজে ও হাসান মুরাদ। দুই জনে ১০ উইকেটের ৮টিই ভাগাভাগি করে নেন সমান ৪টি করে। দুই জনের তোপে পড়ে ৭০ রানে ৫ উইকেট হারায় অগ্রণী ব্যাংক। এ সময় হাসান মুরাদ ৩টি ও ফরহাদ রেজা নেন ২টি উইকেট।
দলীয় ৮৪ রানে অধিনায়ক মার্শাল আইয়ুবকে ব্যক্তিগত ২১ রানে নাবিল সাদাম ফিরিয়ে দেয়ার পর নুরুজ্জামান ও শরিফউল্লাহ ১২.১ ওভারে ৬০ রান যোগ করে দলের অবস্থা কিছুটা ভালো করার চেষ্টা করেন।
এই দুই জনও জীবন দেন ফরহাদ রেজা ও হাসান মুরাদের হাতে। নুরুজ্জামান ৭০ বলে ১ ছক্কা ও ২ চারে ৩৮ রান করে ফরহাদ রেজার বলে এলবিডব্লিউ আউট হন। শরিফউল্লাহ ৩৩ বলে ৩ চারে ৩১ রান করার পর হাসান মুরাদের শিকার হন। হাসান মুরাদ ২৭ ও ফরহাদ রেজা ৩১ রানে ৪টি করে উইকেট নেন।
ছোট টার্গেটের পেছনে ছুটে শাইন পুকুরের বড় জয়ের পথ তৈরি করে দেন ওপেনার মাহফুজুল ইসলাম। তিনি ২ ছক্কা ও ৬ চারে ৮৭ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। তিনি উদ্বোধনী জুটিতে জিসানকে (২০) নিয়ে ৩৮, অমিত হাসানকে (৩৬) ৬৯ রান করার পর তৃতীয় উইকেট জুটিতে প্রিয়াঙ্কা পানচালকে নিয়ে অবিচ্ছিন্ন থেকে ৫৫ রান যোগ করেন। জাহিদ জাভেদ ২৩ রানে নেন ১ উইকেট। ম্যাচ সেরা হাসান মুরাদ।
এমপি/এমএমএ/