ম্যানসিটির পর আর্সেনালও জিতল ৪-১ গোলে
লিভারপুলের বিপক্ষে ম্যানচেস্টার সিটির জয়ের মধ্য দিয়ে মাঠে ফিরেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। অলরেডদের ৪-১ ব্যবধানে বিধ্বস্ত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এর পরপরই মাঠে নেমে আর্সেনালও জিতল ৪-১ গোলে। তাতে ইংল্যান্ডের টপ-ফ্লাইটে সিটিজেনদের সঙ্গে ৮ পয়েন্ট ব্যবধান বজায় রাখল গানাররা।
শনিবার (১ এপ্রিল) ইমিরেটস স্টেডিয়ামে লিডস ইউনাইটেডকে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। সহজ জয়ে ২৯ ম্যাচে ৭২ পয়েন্টে লিগ টেবিলে শীর্ষস্থান আগলে রেখেছে মিকেল আর্তেতার শিষ্যরা। দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির ঝুলিতে জমা পড়েছে ৬৪ পয়েন্ট। তারা অবশ্য আর্সেনালের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে।
এদিন হোম ম্যাচে জোড়া গোল পান গ্যাব্রিয়েল জেসুস। ৩৫ মিনিটে সফল পেনাল্টি কিকে আর্সেনালকে লিড উপহার দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির পাস ধরে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ ডিফেন্ডার বেন হোয়াইট।
৫৫ মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলের দেখা পান জেসুস। তার এই গোলে সহযোগিতা করেন লিসান্দ্রো ট্রসার্ড। এরপর অবশ্য একটি গোল হজম করে আর্তেতার শিষ্যরা। ৭৬ মিনিটে স্বাগতিকদের জাল কাঁপান র্যাসমাস ক্রিস্টেনসেন। তবে অবিশ্বাস্য কিছু করে দেখানোর সুযোগ হয়নি লিডসের।
অতিথিরা চতুর্থ গোল হজম করে ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে। মার্টিন ওডেগার্ডের অ্যাসিস্টে আর্সেনালের জয়ের ব্যবধান ৪-১ করেন গ্রাণিত ঝাকা।
এমএমএ/