মাশরাফির মাঠে ফেরা পিছিয়ে গেল!
ইনজুরি মাশরাফিকে কখনো দাবিয়ে রাখতে পারেনি। ক্ষনিকের জন্য মাঠ ছাড়া করে থাকে মাত্র। মাশরাফির গোটা ক্যারিয়ার জুড়ে ইনজুরির সঙ্গে এক রকমের অলিখিত সখ্যতা গড়ে উঠেছে! সেই সখ্যতা এমনই ঘনিষ্ঠ হয়ে উঠেছে যে, ক্যারিয়ারের ক্রান্তিলগ্নেও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। দীর্ঘ বিরতির পর বিপিএল দিয়ে আবার মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন।
প্রথম দিনই তার দল মিনিষ্টার ঢাকার খেরা ছিল খুলনা টাইগার্সের বিপক্ষে। কিন্তু বেরসিক ইনজুরি আবার সখ্যতা গড়ে তুলাতে তার আপাতত আর বিপিএল দিয়ে মাঠে ফেরা হচ্ছে না। তবে তা সাময়িক। ঢাকা পর্বে দেখা না গেলেও চট্টগ্রাম পর্ব থেকে দেখা যাবে?
বিপিএল শুরুর হওয়ার পর ঢাকা পর্বে মিনিষ্টার ঢাকার খেলা ছিল চারটি। তবে দলের পক্ষ থেকে মাশরাফিকে নিয়ে এত লম্বা চিন্তা করা হচ্ছে না। তারা এখনো আশাবাদী মাশরাফির খেলার ব্যাপারে। দলের কোচ মিজানুর রহমান বাবুল বলেন, মাশরাফিকে এখন পুরোপুরি ফিজিও দেখছেন। তিনি মাশরাফির খেলার ব্যাপারে সার্টিফিকের দেবেন। তারপর আমরা মাশরাফিকে খেলানোর ব্যাপারে চিন্তা-ভাবনা করব। তবে বর্তমানে তার যে অবস্থা, তাতে আমার মনে হচ্ছে প্রথম দুই ম্যাচে তাকে খেলানো ঠিক হবে না।’
অবস্থার উন্নতি না হলে তার মাঠে নামা আরও পিছিয়ে যেতে পারে বলে জানান কোচ। তার মানে যদি সে রকমটি হয়ে, তাহলে মাশরাফিকে ঢাকা পর্বের মিনিষ্টার ঢাকার হয়ে চারটি ম্যাচে নাও দেখা যেতে পারে। তখনই চট্টগ্রামই হবে তার ফেরার ভেন্যু।
বিপিএলকে সামনে রেখে মাশরাফি গত কয়েকদিন থেকেই হালকা অনুশীলন শুরু করেন। কিন্তু বিপত্তি দেখা দেয় ১৮ জানুয়ারি মঙ্গলবারে। হালকা অনুশীলন থেকে তিনি একটু গতি বাড়িয়ে বোলিং অনুশীলন শুরু করতে গিয়ে বাধে বিপত্তি। বোলিং করতে পারছিলেন না। পিঠের পুরনো ব্যথা নতুন করে জেগে উঠে। সঙ্গে ছিল হ্যামস্ট্রিংয়েরে চোটও। ফলে সেদিন আর তিনি অনুশীলন করেননি। তখনই সংশয় দেখা দিয়েছিল তার খেলা নিয়ে। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছিল বিপিএল শুরু হতে তখনো দুই দিন সময় থাকায় তারা মাশরাফির জন্য অপেক্ষা করবেন। তবে কোনো রকমের ঝুঁকি নেওয়া হবে না।
বুধবার (১৯ জানুয়ারি) যথারীতি মাশরাফি দলের সঙ্গে অনুশীলন শুরু করেন। কিন্তু সেই একই দৃশ্য! এ দিন তিনি বোলিংই করতে পারছিলেন না। বোলিং করতে গিয়ে বারবার থেমে যাচ্ছিলেন। তারপরও ছোট ছোট রানআপে বোলিং অনুশীলন করে যান। কিন্তু বল ছুড়ে মারার সময় তাকে অস্বস্তি প্রকাশ করতে দেখা গেছে।
বিপিএলে মাশরাফির দল প্রথম দিনই খুলনা টাইগার্সের বিপক্ষে, মাঠে নামবে দিনের দ্বিতীয় ম্যাচ খেলতে।
এমপি/এমএমএ/