স্কটল্যান্ডে ধরাশায়ী স্পেন
আবারও স্কট ম্যাকটমিনে শো। পর পর দুই ম্যাচে জোড়া গোল করলেন ২৬ বছর বয়সী মিডফিল্ডার। মঙ্গলবার (২৮ মার্চ) ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলারের রাতে স্কটল্যান্ডে ধরাশায়ী স্পেন। তাতে ২০২৪ ইউরোর বাছাইয়ের ‘এ’ গ্রুপে স্প্যানিশদের পেছনে ফেলল স্কটিশরা।
ঘরের মাঠে স্কটল্যান্ডের জয়ের ব্যবধান ছিল ২-০। ১৯৮৪ সালের পর এই প্রথম আইবেরিয়ান প্রতিপক্ষের জিতল তারা। স্পেনও দীর্ঘ ৮ বছর পর হারের স্বাদ পেল ইউরোর বাছাইয়ে। এর আগে, ১৯ ম্যাচের ১৭টিতে জয় পেয়েছিল স্প্যানিশরা এবং সবশেষ ২০১৪ সালে হেরেছিল স্লোভাকিয়ার বিপক্ষে।
বাছাইয়ে স্পেনের অপরাজেয় যাত্রা থেমেছে দুই অর্ধে দুই গোল হজম করায়। প্রতিপক্ষের মাঠে কিছু বুঝে উঠার আগেই তাদের জালে বল পাঠান ম্যাকটমিনে। তখন ম্যাচের বয়স ৭ মিনিট। এরপর দ্বিতীয়ার্ধে ম্যানইউ মিডফিল্ডারের গোলে ব্যবধান দ্বিগুণ হয় স্বাগতিকদের।
এর সাইপ্রাসের মাঠে ৩-০ গোলের জয়ে বাছাই অভিযান শুরু করে স্কটল্যান্ড। ওই ম্যাচেও জোড়া গোল করেছিলেন ম্যাকটমিনে। তার কাঁধে চেপে টানা দুই জয়ে ৬ পয়েন্টে ‘এ’ গ্রুপের শীর্ষস্থান দখলে নিয়েছে স্কটিশরা। পরের স্থানে রয়েছে স্পেন। ২ ম্যাচ শেষে স্প্যানিশদের ঝুলিতে জমা পড়েছে ৩ পয়েন্ট।
আরএ/