মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনার ‘সেভেন আপ’ উৎসব
ম্যাচের শুরুতেই আন্তর্জাতিক ফুটবলে শততম গোলের মাইলফলক ছুঁলেন লিওনেল মেসি। থামলেন না অল্পতেই। ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড করলেন হ্যাটট্রিকও। তাতে কুরাকাওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে ‘সেভেন আপ’ উৎসব করল আর্জেন্টিনা।
বুধবার (২৯ মার্চ) ভোরে দেশের মাটিতে অচেনা প্রতিপক্ষকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। তাতে ফিফা উইন্ডোতে জোড়া জয়ের স্বাদ পেল আর্জেন্টাইনরা। এর আগে প্রথম প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারায় লা আলসিবেলেস্তেরা।
কুরাকাওয়ের সঙ্গে এটাই ছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচ। প্রথম দেখাটা দুঃস্বপ্ন হয়ে রইল দুর্বল দেশটির জন্য। ম্যাচজুড়ে আর্জেন্টিনার আক্রমণ সামলাতেই হিমশিম খেতে হয় তাদের। মেসিরা অন-শটই নেন ১৭টি, সবমিলে শট নেয় ২৪ বার।
দাপুটে দিনে ম্যাচের বিশ মিনিটেই দলকে এগিয়ে নেন মেসি এবং পৌঁছে যায় একশ গোলের মাইলফলকে। তিন মিনিট বাদেই নিকোলাস গঞ্জালেসের স্ট্রাইক। মেসি তার দ্বিতীয় ও দলের তৃতীয় গোলের দেখা পান ৩৩ মিনিটে। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এনজো ফার্নান্দেজ।
মেসি বিরতির আগেই করেন হ্যাটট্রিক। ৩৭ মিনিটে তৃতীয় ম্যাচে দেখা পান আর্জেন্টাইন খুদেরাজ। তাতে ৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বিশ্বচ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেননি পিএসজি সুপারস্টার। তবে সতীর্থরা দুই গোলে করে ‘সেভেন আপ’ উৎসবে মাতে। ৭৮ মিনিটে স্কোরলাইন ৬-০ করেন বদলি নামা অ্যাঞ্জেল ডি মারিয়া। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে কুরাকাওয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন গঞ্জালো মন্তিয়েল।
আরএ/