ভারতকে হারিয়ে সাফে চ্যাম্পিয়ন রাশিয়া
অবিশ্বাস্য কিছু করতে পারেনি ভারত। তাদের হারিয়ে অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়া। টানা ৪ জয়ে ১২ পয়েন্টে শিরোপা জিতেছে ইউরোপের মেয়েরা।
মঙ্গলবার (২৮ মার্চ) কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আসরের শেষ ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়েছে রুশকন্যারা। এর আগে যথাক্রমে বাংলাদেশ, ভুটান ও নেপালকে হারায় তারা।
আসরের শেষ দিনে সুযোগ ছিল বাংলাদেশ ও ভারতের। প্রথমে লাল-সবুজের প্রতিনিধিরা ব্যর্থতার গল্প লিখে নেপাল ম্যাচে। হিমালয় কন্যাদের সঙ্গে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা ১-১ গোলে ড্র করায় রাশিয়া-ভারত ম্যাচটি হয়ে যায় ‘অঘোষিত’ ফাইনাল।
চাপের মুখে রুশকন্যাদের সামলে নিতে পারেনি ভারতীয় মেয়েরা। হারে ২-০ গোলে। ১৩ মিনিটের মধ্যেই গোল দুটো হজম করে তারা। নবম মিনিটে খুশী কুমারীর হাস্যকর ভুলে এগিয়ে যায় রাশিয়া। ভারতীয় গোলরক্ষকের হাত ফসকে জালে জড়ায় ভাসিলিসা আভডিয়েঙ্কোর ভাসানো শট। এরপর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডারিয়া কোতলোভা।
জয়রথে চেপে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা উল্লাস করেছে রাশিয়ার মেয়েরা। ৭ পয়েন্টে টেবিলের দুইয়ে থেকে মিশন শেষ করেছে বাংলাদেশ। পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে ভারত (৬ পয়েন্ট), নেপাল (৪) এবং ভুটান (০)।
এসজি