নেপালের সঙ্গে ড্রয়ে শিরোপার স্বপ্নভঙ্গ মেয়েদের
শিরোপা জেতার সম্ভাবনা এমনিতেই ক্ষীণ ছিল। কাগজে-কলমে যতটুকু আশা বেঁচে ছিল, সেটাও শেষ হয়ে গেল নেপালের সঙ্গে ড্রয়ে। এক কথায়, অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদের।
মঙ্গলবার (২৮ মার্চ) কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরুতেই পিছিয়ে পড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। বিরতিতে যায় হারের শঙ্কায় থেকে। দ্বিতীয়ার্ধে সেই শঙ্কা দূর করেন সাগরিকা। ৭৫ মিনিটে নেপালের জাল কাঁপিয়ে স্বাগতিকদের সমতায় ফেরান তিনি। শেষদিকে লাল-সবুজ মেয়েদের হতাশায় ডুবায় ক্রসবার।
ইনজুরি টাইমে দুর্দান্ত এক ফ্রি-কিক অতিথি গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও গ্লাভসবন্দী করতে পারেননি। সুযোগ হেড নেন বাংলাদেশি এক ফরোয়ার্ড, কিন্তু তা ক্রসবারের ওপরের অংশে লেগে মাঠের বাইরে চলে যায়। ম্যাচও শেষ হয় ১-১ সমতায়। তাতে ৭ পয়েন্ট নিয়ে সাফ শেষ করল মেয়েরা। বাংলাদেশের হারে শিরোপা রেসে টিকে থাকল রাশিয়া ও ভারত।
আজ একই ভেন্যুতে লিগপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে। শিরোপা নিয়ে ঘরে ফিরতে ড্র-ই যথেষ্ট রাশিয়া। কেননা, টানা তিন জয়ে পূর্ণ ৯ পয়েন্টে টেবিলের শীর্ষে রয়েছে ইউরোপের মেয়েরা।
তিন ম্যাচ শেষে ভারতের অর্জন ৬ পয়েন্ট। যদি তারা রাশিয়াকে হারাতে, তাহলে পড়বে শ্রেষ্ঠত্বের মুকুট। শেষতক কার ঘরে যায় শিরোপা তা জানা যাবে বয়সভিত্তিক সাফের শেষ ম্যাচ শেষেই।
এমএমএ/