সিরিজ জয়ের অপেক্ষা ঘোচানোর মিশনে জামালরা
দেশের মাটিতে জয়ের অপেক্ষা ঘুচেছে। এবার আরেকটি প্রতীক্ষার অবসান ঘটানোর পালা— সিরিজ জয়ের। এই অপেক্ষা ঘুচবে কি জামাল ভূঁইয়াদের?
বাংলাদেশ ফুটবল দল সবশেষ সিরিজ জিতেছে ২০১৯ সালে, ভুটানের বিপক্ষে। তখন থেকে ব্যাক-টু-ব্যাক জয়ের দেখা পায়নি লাল-সবুজ দল। সিশেলসকে পেয়ে ব্যথর্তার এই গণ্ডি পেরুতে চায় হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। তাদের প্রত্যাশা পূরণ হবে কি না তা জানা যাবে আজই।
আজ সিলেট জেলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। খেলা শুরু হবে বিকাল ৩টা ৪৫ মিনিটে। একই ভেন্যুতে গত শনিবার সিশেলসের বিপক্ষে তারিক কাজীর গোলে কষ্টার্জিত জয় পায় বাংলাদেশ। দেশের মাটিতে ২৭ মাসে ওটা ছিল জামালদের প্রথম জয়।
দীর্ঘ সময় পর জয়ের খাতা খুলে ক্ষুধা আরও বেড়েছে ক্যাবরেরার শিষ্যদের। তাই সিরিজ জয়ের মিশনকে সামনে রেখে ম্যাচের আগের দিনও কঠোর পরিশ্রম করেছেন জামালরা। শিষ্যদের প্রস্তুত করার ফাঁকে ক্যাবরেরা জানিয়ে রেখেছেন তার প্রত্যাশার কথা।
বাংলাদেশ কোচ বলেছেন, ‘আমার কাছে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। প্রথমত, হয় পাওয়া। দ্বিতীয়ত, উপভোগ্য ফুটবল খেলা। আশা করি, দ্বিতীয় ম্যাচে ছেলেরা দুটোই করতে পারবে। আগের ম্যাচের চেয়ে এ ম্যাচে আরও ভালো ফুটবল উপহার দেবে।’
আরএ/