পাভার্ডের গোলে উদ্ধার ফ্রান্স
শুরু থেকে শেষ অবধি আধিপত্য বিস্তার করে খেলল ফ্রান্স। কিন্তু আয়ারল্যান্ডের জালে বল পাঠাতে পারছিলেন না কিলিয়ান এমবাপ্পেরা। তাতে অবশ্য ২০২৪ ইউরোর বাছাইয়ে পথ হারাতে হয়নি ফরাসিদের। উদ্ধার হয়েছে বেঞ্জামিন পাভাডের গোর্লে।
সোমবার (২৭ মার্চ) রাতে আয়ারল্যান্ডের আঙিনায় ১-০ গোলে জিতেছে ফ্রান্স। বাছাইয়ের ‘বি’ গ্রুপে এটা তাদের টানা দ্বিতীয় জয়। এর আগে নেদারল্যান্ডসকে ৪-০ গোলে উড়িয়ে টুর্নামেন্ট শুরু করে সবশেষ বিশ্বকাপের রানার্সআপরা। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে আছে দিদিয়ের দেশমের দল।
আয়ারল্যান্ড ম্যাচে ৬৫ শতাংশ সময় বল দখলে রাখে ফরাসিরা। নেয় ৭ শট, যার ৪টি ছিল লক্ষ্যে। তারই একটিতে মিলে সাফল্য। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে অতিথিদের কাঙ্খিত গোল উপহার দেন বায়ার্ন ডিফেন্ডার পাভার্ড।
একই রাতে একই গ্রুপের আরেক ম্যাচে জয় দেখেছে নেদারল্যান্ডস। জিব্রাল্টারকে ৩-০ গোলে পরাস্ত করেছে রোনাল্ড কোম্যানের শিষ্যরা। হোম ম্যাচে প্রথমার্ধে দলকে এগিয়ে নেন মেমফিস দিপাই। দ্বিতীয়ার্ধে জয়ের ব্যবধান বাড়ান নাথান আকি। ৫০ ও ৮২ মিনিটে গোলের দেখা পান এই সেন্টার-ব্যাক।
আরএ/