মেসির নামে নামকরণ আর্জেন্টিনার ট্রেনিং ফ্যাকাল্টির
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে আরও একটি উপহার পেলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তাদের ট্রেনিং ফ্যাকাল্টির নামকরণ করেছে মেসির নামে।
বুয়েনস আইরেসে ট্রেনিং ফ্যাকাল্টির নাম ছিল ‘দ্য কাসা ডি ইজিজা’। সেটিকে এখন থেকে বলা হবে লিওনেল আন্দ্রেস মেসি। টুইটারে এএফএ প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া লিখেছেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড়ের প্রতি শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত।’
এর আগে, বর্তমান ও সাবেক আর্জেন্টাইন খেলোয়াড়দের উপস্থিতিতে নতুন নামফলকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তাপিয়া বলেন, ‘বিশ^চ্যাম্পিয়নদের বাড়িতে স্বাগতম।’
কাতারে মেসি আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছর অপেক্ষার অবসান ঘটিয়েছেন। লা আলবিসেলেস্তেদের পাইয়ে দিয়েছেন বিশ্বকাপের তৃতীয় শিরোপা। তিনি তার নাম সম্বলিত ফলক উন্মোচনের পর বলেন, ‘আমি খুব খুশি। এই সম্মান পাওয়াটা খুব বিশেষ। এটাকে লিওনেল আন্দ্রেস মেসি বলা হবে, খুবই সুন্দর।’
এমএমএ/