এমবাপ্পে যুগ শুরু আজ
মাঠে গড়িয়েছে ২০২৪ ইউরোর বাছাইপর্ব। বিশ্বকাপের পর এই টুর্নামেন্টে দিয়েই মাঠে ফিরছে ইউরোপের দলগুলো। ইতোমধ্যে জয়ে রাঙা শুরু পেয়েছে পর্তুগাল, ইংল্যান্ড এবং আরও অনেকে। একই মঞ্চে নামার দোরগোড়ায় ফ্রান্স। আজ (২৪ মার্চ) নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে কিলিয়ান এমবাপ্পে যুগে পা ফেলবে ফরাসিরা।
ঘরের মাঠ স্তাদ দ্য ফ্রান্সে বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপের শিরোপা হাতছাড়া করার পর এটাই প্রথম ম্যাচ ফ্রান্সের। সবশেষ ডিসেম্বরে ফাইনালে আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে শ্রেষ্ঠত্বের মুকুট হারায় ফরাসিরা। সেই ব্যর্থতার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন অধিনায়ক হুগো লরিস।
অভিজ্ঞ গোলরক্ষকের বিদায়ে নেতৃত্বভার পেয়েছেন এমবাপ্পে। বাছাইয়ে ডাচ ম্যাচে প্রথমবার স্থায়ী অধিনায়ক হিসেবে আমর্ডব্যান্ড বেঁধে মাঠে নামবেন পিএসজি সুপারস্টার। অবসরের খাতায় নাম লিখিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার রাফায়েল ভারানেও। ফরাসি শিবিরে তার জায়গায় থিতু হতে লড়াই চলবে লিভারপুলের ইব্রাহিমা কোনাতে এবং বায়ার্ন মিউনিখের ডায়োত উপমেকানোর মধ্যে।
লরিস সরে দাঁড়ানোয় প্রথমবার ডাক পেয়েছেন লেন্সের গোলরক্ষক ব্রাইস সাম্বা। ফ্রান্স দলে তিনি ও কিফহেন ছাড়া তৃতীয় নতুন মুখ হলেন- চেলসির সেন্টার ব্যাক ওয়েসলি ফোফানা। তবে আজকের ম্যাচে আলোর সবটা থাকবে এমবাপ্পের উপর।
মাঠের পারফরম্যান্সে তারকা ফরোয়ার্ডের সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালেও হ্যাটট্রিক করেছিলেন এমবাপ্পে। দলকে শিরোপা পাইয়ে দিতে না পারলেও তিনি জিতেছেন সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুট। তাই গতিদানবের উপর পূর্ণ আস্থা রেখেছেন দেশম। প্রিয় শিষ্যকে বানিয়েছেন জাতীয় দলের নেতা।
এদিকে, ফ্রান্স ম্যাচ দিয়ে নতুন করে পুরোনো অধ্যায় শুরু করবেন রোনাল্ড কোম্যান। ডাচদের দায়িত্ব ছেড়ে বার্সেলোনার ডাগআউটে দাঁড়িয়েছিলেন তিনি। সেই অধ্যায় চুকিয়ে পুনরায় নেদারল্যান্ডস শিবিরে ফিরেছেন কোম্যান। দ্বিতীয় দফায় তার অধীনে ফ্রান্সের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে ডাচরা।
আজকের ম্যাচে ফ্রেঙ্কিং ডি ইয়ংকে পাচ্ছেন না কোম্যান। তবে দলকে সার্ভিস দিতে প্রস্তুত রয়েছেন সেরা দুই ফুটবলার- মেমফিস দেপাই এবং কোড গ্যাকপো।
এসজি