আরও একবার বিশ্বকাপ জয়ের উৎসব আর্জেন্টিনায়
বুয়েনস আইরেসে আর্জেন্টিনা যখন মাঠে নামে তখন লাতিনের দেশটিতে সন্ধ্যা পেরিয়ে রাত। সেই অন্ধকার আলোয় ভরিয়ে দেয় জমকালো আতশবাজি। স্বাগত জানায় বিশ্বচ্যাম্পিয়নদের। স্মরণীয় রাতে লিওনেল স্কালোনি, লিওনেল মেসি ও একাধিক খেলোয়াড় মাঠে প্রবেশ করেন তাদের সন্তানদের নিয়ে।
শুক্রবার (২৪ মার্চ) এল মনুমেন্টালে দুর্দান্ত সেই ক্ষণের সাক্ষী হতে পেরেছেন ৮৩ হাজার ভক্ত, যারা ১.৫ মিলিয়ন টিকিট প্রত্যাশীর সঙ্গে লড়াই করে পেয়েছে মাঠে প্রবেশের অনুমতি। মেসিদের মাঠে ফেরার দিনে আবেগ ধরে রাখা কঠিন ছিল তাদের জন্য।
কাতারে যে গান গাইয়ে আর্জেন্টিনাকে উৎসাহ যুগিয়েছিলেন ভক্তরা, সেই ‘মুচাচোস’ সমবেত কণ্ঠে গেয়ে কান্নার দ্বারপ্রান্তে দেখা যায় তাদের। এরপর পানামার বিপক্ষে খেলা শুরু হতেই ভক্তদের উৎসবের মাত্রা বেড়ে যায় মেসিদের ভেলকিতে।
চ্যাম্পিয়নরা যতবারই বল নিয়ে ছুটেছে প্রতিপক্ষের গোলমুখে, ততবারই কম্পন হয়েছে মনুমেন্টালের গ্যালারিতে। সেই উত্তাপ ছড়িয়েছে মাঠের বাইরে দাঁড়িয়ে থাকা ভক্তদের মাঝেও। উৎসব শেষ হয়নি ম্যাচ ফুরোলেও, বরং বেড়েছে।
খেলা শেষে প্রত্যেক আর্জেন্টাইন ফুটবলারের হাতে ছিল রেপ্লিকা বিশ্বকাপ ট্রফি। সঙ্গে তাদের পরিবার। সবাই মিলে গায় ‘মুচাচোস’। এক কথায়- আরও একবার বিশ্বকাপ জয়ের উৎসব হলো আর্জেন্টিনায়।
এসএন