সৌদি প্রো লিগকে বিশ্বের সেরা ছয়ে দেখছেন রোনালদো
কজনা খবর রাখত সৌদি প্রো লিগের! কজনাই বা রাখত সেখানানকার ঘরোয়া ফুটবলের খবর! তবে দিন বদলেছে। বদলে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আগমনে। পর্তুগিজ যুবরাজের কারণে সৌদি লিগও দেখছে ফুটবলপ্রেমিরা। রাখছে সেখানকার খবর। রোনালদোর বিশ্বাস, এই পরিবর্তনের ছোঁয়ায় সামনের বছরগুলোতে বিশ্বের সেরা ছয় লিগের একটি হবে সৌদি প্রো লিগ।
রোনালদো এখন পর্তুগাল শিবিরে। এই মুহূর্তে তাদের মিশন ২০২৪ ইউরো বাছাই। একইসঙ্গে পুরুষ আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়ার দোড়গোড়ায় ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড। তার আগে সাম্প্রতিক অতীত এবং বর্তমান নিয়ে মুখ খুলেছেন রোনালদো।
সবার জানা, যুদ্ধ বাঁধিয়ে ইউরোপিয়ান ফুটবল ছেড়েছেন রোনালদো। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ এরিক টেন হ্যাগ এবং ক্লাব মালিকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন সিআর সেভেন। তারই প্রতিক্রিয়ায় চুক্তি বাতিল করে ম্যানইউ।
পুরো ঘটনা ঘটে যায় কিছু সময়ের আগে। সেটাও কাতার বিশ্বকাপের আগ মুহূর্তে। ওমন ঝামেলায় জড়িয়ে বিশ্বমঞ্চ কাঁপানো হয়নি রোনালদোর। উল্টো বিবাদ বাঁধে কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে। সেরা তারকাকে একাধিক ম্যাচে বেঞ্চে বসিয়ে শেষতক চাকরিটাই হারান সান্তোস।
এখন নতুন কোচ রোনালদোকে সঙ্গে নিয়েই ইউরো বাছাই খেলার পরিকল্পনা সাজিয়েছে। ওই লড়াইয়ে নামার আগে ম্যানইউ প্রসঙ্গে রোনালদো বলেছেন, ‘আমি মনে করি, জীবনের সবকিছু কোনো না কোনো কারণে ঘটে। প্রায় কঠিন জিনিস কিছুর মধ্য দিয়ে যেতে পেরে আমি কৃতজ্ঞ, কারণ কঠিন সময় আপনাকে মানুষ চেনায়।’
সিআর-সেভেন যোগ করেন, ‘এটি (ম্যানইউ) আমার জীবনে, আমার ক্যারিয়ারে, প্রথমে ব্যক্তিগত স্তরে এবং তারপরে পেশাগতভাবে খুব ভালো কোনো অধ্যায় ছিল না। তবে এই জীবনে অনুশোচনার সময় নেই। এমনকি যদি আমরা ভালো কিছু না করি, কারণ এটা আমাদের জীবনের অংশ।’
রোনালদো বলেন, ‘আমরা যখন পাহাড়ের চূড়ায় থাকি, তখন নিচে কি আছে তা দেখা কঠিন এবং অনেক সময় আমি দেখতে পারিনি। তবে এখন আমি আরও ভালোভাবে প্রস্তুত, কারণ আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি। আমি এখন আগের চেয়ে ভালো মানুষ।’
এরপরই সৌদি লিগের প্রশংসায় পঞ্চমুখ হন পর্তুগিজ যুবরাজ। বিশ্বকাপের পর, বছরের প্রথম মাসে আকর্ষণীয় চুক্তিতে আল নাসেরে যোগ দেন রোনালদো। নিজের বর্তমান ঠিকানা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি মনে করি আপনাদের সৌদি প্রো লিগকে ভিন্নচোখে দেখা উচিত।’
তিনি যোগ করেন, ‘আমি বলতে যাচ্ছি না যে লিগটি একটি প্রিমিয়ার লিগ। তবে এটি খুবই প্রতিযোগিতামূলক লিগ যা দেখে আমি অবাক হয়েছি। লিগটি ভারসাম্যপূর্ণ এবং দলগুলো ভালো। আমি নিশ্চিত যে আগামী বছরগুলোতে লিগটি হবে... বিশ্বের চতুর্থ, পঞ্চম কিংবা ষষ্ঠ প্রতিযোগিতামূলক লিগ।’
আরএ/