পাকিস্তানিদের ভিসা দেওয়ার শর্তে ভারতে বিশ্বকাপ, শুরু ৫ অক্টোবর!
ওয়ানডে বিশ্বকাপের বছরে আইসিসি। কিন্তু এখনো কোনো কিছুই নিশ্চিত করতে পারেনি বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থা। জানিয়েছে শুধু এতটুকু- বিশ্বকাপের আয়োজক ভারত। আইসিসি না জানালেও ভেতরের খবর সামনে এনেছে ক্রিকইনফো।
ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েব সাইটটি জানিয়েছে, পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা দেওয়ার শর্তে ভারতে বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর! ক্রিকইনফোর প্রতিবেদন মতে, ১৯ নভেম্বর ফাইনাল হবে আহমেদাবাদে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে।
১০ দলের টুর্নামেন্টের জন্য বাছাই করা হয়েছে ডজনখানেক ভেন্যু। আহমেদাবাদ ছাড়াও রয়েছে ব্যাঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গৌহাটি, হায়দরাবাদ, কলকাতা, লখনৌ, ইনদোর, রাজকোট ও মুম্বাই। ৪৬ দিনে ৪৮ ম্যাচের টুর্নামেন্টে থাকবে তিনটি নকআউট পর্ব।
তবে এখন পর্যন্ত ওয়ার্ম-ম্যাচের ভেন্যু নির্ধারণ করতে পারেনি ভারতীয় ক্রিকেট বোর্ড অব কন্ট্রোল (বিসিসিআই)। আবহাওয়ার ভেন্যু চূড়ান্ত করতে বেগ পোহাতে হচ্ছে স্বাগতিকদের।
সাধারণত আইসিসি অন্তত এক বছর আগে বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করে। কিন্তু আইসিসি ও বিসিসিআই ভারত সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার অপেক্ষায়। এর মধ্যে দুটি মূল বিষয় রয়েছে : টুর্নামেন্টের জন্য কর ছাড় পাওয়া এবং পাকিস্তান দলের জন্য ভিসার নিশ্চয়তা।
গত সপ্তাহে দুবাইয়ে অনুষ্ঠিত আইসিসির বৈঠকে বিসিসিআই বিশ্ব সংস্থাকে আশ্বস্ত করেছে যে পাকিস্তান দলকে ভিসা দেবে ভারত সরকার। এ ছাড়া কর ইস্যুতে বিসিসিআই ভারত সরকারের সঠিক অবস্থান সম্পর্কে শিগগিরই আইসিসির কাছে স্পষ্ট করবে বলে আশা করা হচ্ছে।
এসএন