এল ক্লাসিকোতে নাটকীয় জয় বার্সার
শুরুতেই ক্যাম্প ন্যু স্তব্ধ হয়ে যায় আত্মঘাতী গোলে। তবে হাল ছাড়েনি বার্সেলোনা। প্রথমার্ধে ফিরে সমতায়। এরপর ইনজুরি টাইমে আসে জয়সূচক গোল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে মর্যাদার এল ক্লাসিকোতে এমনই নাটকীয় জয় পেয়েছে বার্সা।
রবিবার (১৯ মার্চ) রাতে লা লিগা ম্যাচে রিয়ালকে ২-১ ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি। এই জয়ে শীর্ষস্থান আরও পোক্ত করেছে বার্সা। ২৬তম রাউন্ডের ম্যাচ শেষে ৬৮ পয়েন্ট জমা পড়েছে তাদের ঝুলিতে। জাভি হার্নান্দেজের শিষ্যদের চেয়ে ১২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল।
চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিদায় ঘণ্টা বাজানোর পর এটাই ছিল রিয়ালের প্রথম ম্যাচ। প্রথম মিনিটেই দারুণ একট শট নিয়েছিলেন করিম বেনজেমা, যা রুখে দেন মার্ক-আন্দ্রে টের স্টেগান। সুযোগ পেয়েছিল বার্সাও। কিন্তু রবার্ট লেভানদোভস্কির শট ও রাফিনহার হেড, দুটোই আটকে দেন থিবো কর্তোয়া।
শুরুতেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠা লড়াইয়ে রিয়াল লিড পায় নবম মিনিটে। ভিনিসিউস জুনিয়রের হেড বার্সার জালে জড়ায় স্বাগতিক ডিফেন্ডার রোনাল্ড আরাউহোর মাথা ছুঁয়ে। এই এক ভুল বাদে প্রথমার্ধ জুড়ে রিয়ালের চেয়ে ভালো খেলে বার্সা।
গোল শোধ দেওয়ার দুটো সুযোগ পেয়েছিলেন আন্দ্রেয়াস। ব্যর্থ হন দুবারই এবং রাফিনহার একটি শট উড়ে যায় কর্তোয়ার উপর দিয়ে। অবশেষে প্রথমার্ধের অন্তিম মিনিটে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান রাফিনহা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোলে সমতায় ফেরে বার্সা।
৭৪ মিনিটে বার্সাকে এগিয়ে নেওয়ার সুযোগ এসেছিল রাফিনহার সামনে। সে যাত্রায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দারুণভাবে প্রতিহত করেন কর্তোয়া। রিয়াল গোলরক্ষক রুখে দেন লা লিগার সর্বোচ্চ গোলদাতা (১৫) লেভানদোভস্কির আক্রমণও।
শেষ দিকে রিয়ালকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন আসেনসিও। কিন্তু ভিডিও অ্যাসিসেন্ট রেফারির অফসাইডের বাঁশিতে বাতিল হয় সেই গোল। তাতে ড্রয়ের দিকেই এগিয়ে যাচ্ছিল এল ক্লাসিকো। তবে ৯২ মিনিটে গোল করে বার্সার জয়ের নায়ক বনে যান বদলি হিসেবে নামা ফ্রাঙ্ক কেসি।
আরএ/