বুকে বল লেগে হাসপাতালে মিরাজ
টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ‘বাংলাওয়াশ’ করে এখন আয়ারল্যাান্ডকেও একই স্বাদ দিতে প্রস্তুত বাংলাদেশ। সিলেটে তিন ম্যাচের ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। কিন্তু এর আগেই বাংলাদেশ পদে পদে বাধা পাচ্ছে। আগের দিন ইনজুরির কারণে ছিটকে গেছেন জাকির হাসান। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে ৮ বছর পর টি-টোয়েন্টি ক্রিকেট দিয়ে দলে ফেরা রনি তালুকদারকে। এদিকে আজ আবার ঘটেছে ইনুজরির ঘটনা।
আগামীকাল প্রথম ওয়ানডে ম্যাচকে সামনে রেখে আজই বাংলাদেশ দল প্রথম অনুশীলন শুরু করে। সকালে রনি তালুকদারকে নিয়ে দলের সঙ্গে যোগ দিয়ে সাকিবও নেমে পড়েন অনুশীলনে। কিন্তু এর মাঝে ঘটে বিপত্তি। অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে বুকে বল লেগে আঘাতপ্রাপ্ত হন মেহেদি হাসান মিরাজ। তাকে সঙ্গে সঙ্গেই হাসপাতাল নেওয়া হয়েছে।
অনুশীলনে ফুটবল খেলা বাংলাদেশ দলের একটা বৈশিষ্ট্য। আজ সিলেট বিভাগীয় স্টেডিয়ামে অনুশীলন করার সময় ফুটবল খেলছিলেন ক্রিকেটাররা। এসময় হাসান মাহমুদের নেওয়া একটা শট মেহেদি হাসান মিরাজের বুকে এসে লাগে। সঙ্গে সঙ্গেই তিনি বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়েন। মাঠে ছুটে যান ফিজিও বায়জিদুল ইসলাম। তিনি কিছুক্ষণ পর্যবেক্ষণ করে মিরাজকে নিয়ে ছুটে যান হাসপাতালে। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য ফিজিও বায়েজিদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এমপি/এসএন