রনিকে নিয়ে সিলেটে সাকিব
দুবাইয়ে বিতর্কিত এক ব্যবসায়ীর স্বর্ণের দোকান উদ্বোধনের পর দেশে ফিরে এসে আজ সকাল সাড়ে ৭টার বিমানে সাকিব সিলেট গিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তার সঙ্গে সিলেট গিয়েছেন জাকির হাসানের পরিবর্তে ওয়ানডে দলে সুযোগ পাওয়া রনি তালুকদারও। বাংলাদেশ দল সিলেট গিয়েছে ১৬ মার্চ। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল ১৮ মার্চ।
এটা যেন অলিখিত নিয়মে পরিণত হয়ে গেছে। দলের সঙ্গে সব সময় সাকিবের যাত্রা একসঙ্গে হবে না। ২২ গজে নেমে সাকিব তার কারিশমা দিয়ে দলকে অনেক সাফল্য এনে দিয়েছেন। নেতৃত্বের গুণাবলীতে দলকে জয়ীও করিয়েছেন। কিন্তু মাঠের বাইরে তার কর্মকাণ্ড যেমন বিতর্কিত। সেটি যেন কমছেই না। ২২ গজের নৈপূণ্যের মতো ২২ গজের বাইরেও তার বিতর্কিত কর্মকাণ্ড বহতা নদীর মতো বহমান।
এইতো বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ‘বাংলাওয়াশ’ করে সাকিবের নেতৃত্বে বাংলাদেশ জিতে। শেষ ম্যাচের দিন রাতেই সাকিব পাড়ি জমান দুবাইয়ে। তিনি দুবাই যাওয়ার পর বিষয়টি জানাজানি হয়ে যায়, যে ব্যবসায়ীর আমন্ত্রণে তিনি দুবাইয়ে গিয়েছেন তিনি পুলিশ পরিদর্শক হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি। এ নিয়ে আবার সাকিবকে নিয়ে সমালোচনা শুরু হয়। এই সমালোচনার মাঝেই সাকিব স্বর্ণের দোকানের উদ্বোধন করেন।
স্বর্ণের দোকানের উদ্বোধন শেষে সাকিব বাংলাদেশে ফিরে আসেন বৃহস্পতিবার সকালে। এরপর আজ সকালের ফ্লাইটে তিনি রনি তালুকদারকে নিয়ে সিলেট গিয়ে দলের সঙ্গে যোগ দেন।
এমপি/এসএন