সর্বহারা লিভারপুলকে ক্লপের বার্তা
মৌসুম শেষের আগেই সর্বহারা লিভারপুল। এটা নিশ্চিত যে ২০২২-২৩ মৌসুমে কোনো ট্রফি উঠছে না তাদের ঘরে। ইর্য়ুগেন ক্লপের চাওয়া অন্তত শেষটায় সব সুযোগ লুফে নিক তার শিষ্যরা। সর্বহারা লিভারপুলকে এমন বার্তাই দিয়েছেন কোচ।
লিভারপুলের ট্রফি জয়ের সবশেষ সুযোগ ছিল চ্যাম্পিয়নস লিগে। সেটাও অন্ধকারে মিলিয়ে গেছে রিয়াল মাদ্রিদের দুর্দান্ত পারফরম্যান্সে। শেষ ষোলোর দুই লেগ শেষে তারা এগিয়ে ছিল ৬-২ গোলে।
সবশেষ বুধবার (১৫ মার্চ) রাতে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে লিভারপুল হেরেছে ১-০ গোলে। ওই হারের পর ক্লপ বলেছেন, ‘আপনি যদি টুর্নামেন্ট জিততে চান তবে আপনাকে অসামান্য হতে হবে। আমরা ভালো খেলেনি, তাই ছিটকে গেছি।’
এর আগে লিগ কাপ এবং এফএ কাপ থেকে ছিটকে গেছে লিভারপুল। ৪২ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলে ষষ্ঠ স্থানে আছে অলরেডরা। ইংল্যান্ডের টপ-ফ্লাইটে সেরা চারে থাকা নিয়েই শঙ্কায় তারা।
ক্লপ বলেছেন, ‘চলতি মৌসুমে যতটা সম্ভব সবকিছু লুফে নিতে হবে আমাদের। (লিগে) আমাদের সবশেষ দুই ম্যাচ সত্যিই অদ্ভুত ছিল- ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে একটি উত্তেজনাপূর্ণ পারফরম্যান্স এবং বোর্নমাউথের বিপক্ষে খারাপ পারফরম্যান্স।’
এসজি