হালান্ডে উদ্ধার ম্যানসিটি
প্রিমিয়ার লিগে হাড্ডাহাড্ডি লড়াই চলছে আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির সঙ্গে। বলাই যায়, ইংল্যান্ডের টপ-ফ্লাইটে পরের প্রতিটি ম্যাচ বাঁচা-মরার দুই দলের জন্য। গুরুত্বপূর্ণ সময়ে ক্রিস্টাল প্যালেসের মাঠে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তবে এ যাত্রায় আর্লিং হালান্ডের সফল পেনাল্টি শটে উদ্ধার ম্যানসিটি।
শনিবার রাতে শেলহার্সট পার্কে ম্যাচের ৭৮ মিনিটে দলকে এগিয়ে নেন হালান্ড। সেই লিড আগলে রেখেই শেষতক ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে আছে সিটিজেনরা।
জয়ের রাতে একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে ম্যানসিটি। প্রথমার্ধে রদ্রির শট রুখে দেয় ভিসেন্তে গুয়াইতা। পেনাল্টি এরিয়ায় বল পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি জ্যাক গ্রিলিশ। হালান্ড নাথান আকির পাস ছয় গজের মধ্যে পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন।
অতিথিদের আক্রমণের ভিড়ে একটি শটও নিতে পারেনি ক্রিস্টাল। প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা তিন ম্যাচে একটি শটও নিতে পারেনি তারা। লিগে সবমিলে টানা ১০ ম্যাচ জয়হীন ক্লাবটি। যাদের রক্ষণভাগে আক্রমণ সানিয়ে পেনাল্টি থেকে ম্যানসিটিকে জয়সূচক গোল উপহার দেন হালান্ড।
একই রাতে একই মঞ্চে সহজ জয় পেলে টটেনহাম হটস্পার। নিজেদের আঙিনায় হ্যারি কেইনে জোড়া ও সন হিয়াং-মিনের এক গোলে নটিংহাম ফরেস্টকে ৩-১ ব্যবধানে হারিয়েছে আন্তেনিও কন্তের শিষ্যরা।
এসএন