ছোটনের চোখে ইরান ম্যাচ ফিফটি-ফিফটি
জিতলেই নিশ্চিত হবে বাছাইপর্বের দ্বিতীয়পর্ব। ড্র কিংবা হারলে এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ মিশন শেষ। আগামীকাল ইরান ম্যাচের আগে এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরা।
কী ভাবছেন গোলাম রব্বানী ছোটন? জানতে চাইলে নারী দলের কোচ জানিয়ে দিলেন, ম্যাচে দুই দলেরই জয়ের সম্ভাবনা ফিফটি-ফিফটি।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইরান। বিকাল ৫টায় শুরু হবে দুই দলের লড়াই, যারা বাছাই শুরু করেছে তুর্কমেনিস্তানকে হারিয়ে। পয়েন্ট সমান ৩ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘এইচ’ গ্রুপের শীর্ষে রয়েছে ইরান।
টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী ৮ গ্রুপের চ্যাম্পিয়ন দল নিশ্চিত করবে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড। বাংলাদেশকে গ্রুপসেরা হতে হলে জিততেই হবে ইরানের বিপক্ষে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেও খেলা নিয়ে শঙ্কায় অধিনায়ক শামুসন্নাহার, যিনি ইনজুরির কারণে ছিলেন না তুর্কমেনিস্তানের বিপক্ষে।
শনিবার সংবাদ সম্মেলনে শামসুন্নাহারের প্রসঙ্গে ছোটন বলেছেন, ‘সে (শামসুন্নাহার) এখনও পুরো ফিট হয়নি। ফলে তার খেলার সম্ভাবনা কম।’ এই ঘাটতি ছাপিয়ে ভালোর কিছু আশায় নারী কোচ, ‘ইরান শক্তিশালী দল। আমরা তাদের বিপক্ষে খেলতে প্রস্তুত। এই ম্যাচে দুই দলেরই জয়ের সম্ভাবনা রয়েছে।’
ছোটন যোগ করেন, ‘আমি মনে করি, ফিফটি-ফিফটি ম্যাচ হবে। যারা সুযোগ কাজে লাগাবে, তারাই জিতবে। আমরা জয়ের জন্যই খেলতে নামব কাল।’
এমএমএ/