পিএসজিতেই থাকতে চান মেসি
পিএসজিতেই থাকতে চান লিওনেল মেসি। তবে তাকে ধরে রাখার জন্য কাজ করতে হবে প্যারিসের ক্লাবটির। প্রতিশ্রুতি দিতে হবে যে তারা ইউরোপিয়ান ফুটবলে শীর্ষ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। এমনটাই জানিয়েছেন স্প্যানিশ ফুটবল সাংবাদিক গুইলেম বালাগু।
সামনের গ্রীষ্মে পিএসজির সঙ্গে মেসির চুক্তি শেষ হবে। সময় ঘনিয়ে এনেও নতুন করে কাগজে-কলমে বসা হয়নি দুই পক্ষের। তাই ক্রমশই আর্জেন্টাইন খুদেরাজের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন বাড়ছে, যা আরও তীব্র হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে পিএসজি বিদায় নেওয়ায়।
গুঞ্জন উঠেছে, শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজে ফিরতে পারেন মেসি। এ প্রসঙ্গ সামনে এনেই বালাগু বলেছেন, ‘এই গ্রীষ্মে নিউওয়েলস ওল্ড বয়েজে মেসির যাওয়া অসম্ভব, এটা কেবলমাত্র গুজব। তিনি এলিট ফুটবলে থাকতে চান। নিউওয়েলসে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই।’
এমনকি বার্সেলোনা কিংবা ইন্টার মিয়ামিতেও মেসি ভবিষ্যৎ দেখছেন না এই সাংবাদিক, ‘মেসির ঘনিষ্ঠরা জোর দিয়ে বলেছে যে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব আসেনি। যদিও মিয়ামির সূত্রগুলো বলছে তারা মেসির সিদ্ধান্তের অপেক্ষায়।’
বালাগু আরও বলেছেন, ‘বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা সম্প্রতি হোর্হে মেসির সঙ্গে দেখা করেছেন, তবে শুধুমাত্র সম্ভাব্য ভবিষ্যত নিয়ে আলোচনা করতে। এই মুহূর্তে বার্সার পক্ষ থেকেও কোনো প্রস্তাব নেই। কেউই সেখানে মেসির ফেরার আশা করছে না।’
এসএন