শিষ্যদের গোলের ধারায় দেখতে চান ছোটন
গোলাম রব্বানী ছোটনের হাত ধরে বাংলাদেশকে অনেক সাফল্য উপহার দিয়েছেন নারী ফুটবলাররা। সবশেষ অনূর্ধ্ব-২০ দল জিতেছে বয়সভিত্তিক নারী সাফ চ্যাম্পিয়নশিপ। সেই শিষ্যদের নিয়ে এবার এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে ছোটন। নতুন অভিযানেও মেয়েদের গোলের ধারায় দেখতে চান কোচ।
দেশের মাটিতে বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। আগামীকাল (১০ মার্চ) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান। ‘এইচ’ গ্রুপের একটি ম্যাচ ইতোমধ্যে মাঠে গড়িয়েছে। ইরানের বিপক্ষে ওই ম্যাচে তুর্কমেনিস্তান হেরেছে ৭-১ ব্যবধানে।
সেটা যাই হোক না কেন, নিজেদের ম্যাচে মনোযোগ রাখছেন ছোটন। একইসঙ্গে প্রতিপক্ষ হিসেবে সমীহ করছেন তুর্কমেনিস্তানকে। বাংলাদেশ কোচ বলেছেন, ‘কোনো প্রতিপক্ষকে আমরা কখনো ছোট করে দেখি না। তুর্কমেনিস্তানও শক্তিশালী দল। তবে সাম্প্রতিক সময়ে আমাদের মেয়েরা যেমন পারফরম্যান্স উপহার দিয়েছে, তাতে আমি তাদের নিয়ে আশাবাদী। আমরা জয়ের জন্যই নামব।’
বৃহস্পতিবার (৯ মার্চ) সংবাদ সম্মেলনে ছোটন আরও বলেন, ‘সবশেষ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেও আমাদের প্রতিপক্ষ ছিল ভারত, নেপাল। ওদের গোলরক্ষকরাও ভালো ছিল এবং তাদের পরাস্ত করেই শামসুন্নাহাররা গোল পেয়েছে। আশা করি, তুর্কমেনিস্তানের বিপক্ষে ফরোয়ার্ডরা গোলের ধারায় থাকতে পারবে।’
এসজি