মৌসুম শেষের আগেই চাকরি হারানোর শঙ্কায় কন্তে
আরেকটি মৌসুম, আরেকটি ট্রফিহীন অভিযান। এটা টটেনহাম হটস্পারের ব্যর্থতার গল্প। সব হারিয়ে ক্লাবটি এখন প্রিমিয়ার লিগে সেরা চারে থাকার লড়াইয়ে। শিষ্যরা সঠিক পথে না ফেরায় মৌসুম শেষের আগেই চাকরি হারানোর শঙ্কায় কোচ আন্তেনিও কন্তে।
বলা যায়, মৌসুমের সবচেয়ে বাজে একটি সপ্তাহ পার করল স্পাররা। চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় এফএ কাপের পঞ্চম রাউন্ড থেকে। এরপর লিগে ফেরে হারের তিক্ত স্বাদ পায় উলভারহ্যাম্পটন ওয়ান্দার্সের আঙিনায়। সবশেষ চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেলেন হ্যারি কেইনরা।
কন্তে স্পারদের সপ্তম স্থায়ী কোচ, যিনি ক্লাবের ১৫ বছরের শিরোপাখরা ঘুচাতে ব্যর্থ হয়েছেন। টটেনহামের সঙ্গে তার চুক্তি চলতি বছরের জুন পর্যন্ত। কিন্তু তার আগেই বিদায় হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত তিনি। চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের কাছে শিষ্যরা ধরাশায়ী হওয়ার পর এমনটা জানিয়ে রেখেছেন কন্তে।
ইতালিয়ান কোচ বলেছেন, ‘টটেনহামের সঙ্গে আমার একটি চুক্তি আছে। আমি চুক্তির প্রতি শ্রদ্ধাশীল। মৌসুম শেষে ক্লাবের সঙ্গে সবচেয়ে শান্ত উপায়ে সবকিছু মূল্যায়ন করা হবে। দেখা যাক কীভাবে মৌসুম শেষ হয়। হয়তো তারা আমাকে আরও আগেই বিদায় করতে পারে।’
অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে ক্লাবের ব্যর্থতার দায় নিজ কাঁধেই নিয়েছেন তিনি, ‘আমি খেলোয়াড়দের প্রতিশ্রুতি সম্পর্কে নেতিবাচক কিছু বলতে পারি না। তারা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দিয়েছে। যদি আমাকে একটি ইতিবাচক পরিস্থিতি দেখতে হয়, তা হলো আমরা এক ধাপ এগিয়েছিলাম- তবে এটি যথেষ্ট নয়।’
কন্তে আরও যোগ করেন, ‘যদি আমরা প্রতিদ্বন্দ্বী হতে চাই, আমাদের লড়াই করতে হবে। আমি হারতে পছন্দ করি না, তবে এটি ঘটতে পারে। গত মৌসুমে আমরা (ইউরোপা) কনফারেন্স লিগ এবং দুই বছর আগে ইউরোপা লিগ খেলেছি, সেটাও ভুলে যাবেন না।’
একইসঙ্গে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন টটেনহাম কোচ, ‘সমর্থকদের জন্য আমি সত্যিই ব্যথিত, কিন্তু আমরা এমন অলৌকিক কিছুর আশা করতে পারি না যে একদিন একটি ট্রফি আমাদের ট্রেনিং গ্রাউন্ডে চলে আসবে। আমাদের এমন কিছুর জন্য নিজেদের তৈরি করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে।’
এসজি