চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে এসি মিলান
ঘরের মাঠেও চেনা ছন্দে ফেরা হলো না টটেনহাম হটস্পারের। তাতে চ্যাম্পিয়ন্স লিগ শেষ প্রিমিয়ার লিগ ক্লাবটির। বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগ গোলশূন্য ড্র করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এসি মিলান। কেননা, গত মাসে নিজেদের আঙিনায় প্রথম লেগ ১-০ গোলে জিতেছিল ইতালিয়ান জায়ান্টরা।
হোম ভেন্যুতে বল দখলে এগিয়ে থাকলেও আক্রমণে পিছিয়ে ছিল টটেনহাম। স্বাগতিকরা গোলের দেখা তো পাইনি উল্টো দ্বিতীয়ার্ধে পরিণত নয় ১০ জনের দলে। ৭৭ মিনিটে থিও হার্নান্দেজকে বাজেভাবে ফাউল করেন ক্রিশ্চিয়ান রোমেরো। তাতে দ্বিতীয় হলুদ ও লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্পারদের আর্জেন্টাইন ডিফেন্ডার।
এর আগে, দ্বিতীয়ার্ধে বুলেট গতির শটে মিলান গোলরক্ষক মাইক ম্যাগনানের পরীক্ষা নেন পিয়েরি-এমিল হজবজার্গ। খানিকবাদে হ্যারি কেইনের হেড থাকেনি লক্ষ্যে। এক কথায়, গোলের জন্য তেমন কোনো সুযোগ গড়ে তুলতে পারেনি স্পাররা।
অল্পের জন্য লক্ষ্যভেদ করতে পারেননি ডিভোক ওরিগি। তার শট প্রতিহত হয় পোস্টে। তার আগে কেইনের দুর্দান্ত এক হেড রুখে দেন ম্যাগনান। টটেনহামের আক্রমণ বলতে ছিল এগুলোই, যার কোনোটিই এসি মিলানের বরফ জমাট রক্ষণ গলাতে পারেনি।
এসএন