রেফারিকে মারধরের পর থুথু, আজীবন নিষিদ্ধ ফুটবলার
রেফারির উপর আক্রমণ করেই ক্ষান্ত হননি, মারধরের পর থুথু দেন ম্যাচ পরিচালকের গায়ে। ঘরোয়া শীর্ষ লিগে এক ম্যাচে এমন দুঃসাহস দেখান আহমেদ আল-সালেহ। বড় অপরাধে কঠিন শাস্তিই পেয়েছেন সিরিয়া জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। আজীবন নিষিদ্ধ করা হয়েছে তাকে।
গত মাসে সিরিয়া প্রো লিগে আল-ওয়াথবার খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখেন সালেহ। তার আগেই ম্যাচ অফিসিয়ালকে লাথি মারেন আল-জাইশ ডিফেন্ডার। টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায় যে সালেহ খেলা ছেড়ে যাওয়ার সময় একটি পিচ-সাইড চেয়ারে লাথি মারছেন।
৩ ফেব্রুয়ারির ওই ম্যাচটির রেফারি রিপোর্ট পর্যালোচনা করার পর সিরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের ডিসিপ্লিনারি কমিটি দেখতে পেয়েছে যে সালেহ রেফারিকে লাথি মেরেছেন, অপমান করেছেন এবং সরাসরি থুথু দিয়েছেন। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ড্রেসিংরুমেও রেফারিকে অপমান করতে থাকেন এই ডিফেন্ডার।
ডিসিপ্লিনারি কমিটি সালেহকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে এবং সিরিয়ার স্পোর্টস ফেডারেশন সংস্থা থেকে তাকে বহিষ্কার করার আহ্বান জানিয়েছে, যার অর্থ তিনি কোচিংসহ ভবিষ্যতে কোনো ক্রীড়া কার্যক্রমে অংশ নিতে পারবেন না।
নিষেধাজ্ঞার পাশাপাশি সালেহকে ১০.৫ মিলিয়ন সিরিয়ান পাউন্ড জরিমানা করা হয়েছে। তার ক্লাব আল-জাইশকে ৩ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে।
এসজি