‘দলে সিনিয়র-জুনিয়র এটি কোনো বিষয় নয়!’
বাংলাদেশের ক্রিকেটে ‘পঞ্চপান্ডব’ বিলীন হওয়ার পথে। আজ যে পর্যায়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশর ক্রিকেটে, সেখান রয়েছে পঞ্চপান্ডবদের অনেক বড় অবদান। সেই পঞ্চ পান্ডব এখন এক পান্ডবে এসে দাঁড়িয়েছে।
এটি শুধু অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে। পঞ্চপান্ডবে ঘাটতি শুরু হয় মাশরাফিকে দিয়ে। প্রথমে ইনজুরির কারণে টেস্ট ক্রিকেটকে নির্বাসনে দেন। পরে এই হাথুরুসিংহের প্রথম আমলে শ্রীলঙ্কায় খেলা চলাকালীন মাশরাফি অধিনায়ক থাকা অবস্থায় হঠাৎ করে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় বলে দেন।
তারপর গত বছর অল্প সময়ের ব্যবধানে প্রথমে তামিম ইকবাল, পরে মুশফিকুর রহিম ফেসেবুকে ঘোষণা দিয়ে অবসর নেয়ার কথা জানান। মাহমুদউল্লাহ অবসর না নিলেও এই ফরম্যাটে জায়গা হারিয়েছেন। সাকিবই আছেন শুধু নেতা হিসেবে।
বিষয়টি স্মরণ করিয়ে দেয়া হয় হাথুরুসিংহেকে। জানতে চাওয়া হয় সিনিয়রদের অনুপস্থিতিতে দলের অবস্থা এখন কেমন। জবাবে হাথুরুসিংহে বলেন, ‘দলের টিম স্পিরিট এখন খুবই ভালো। দলে সিনিয়র-জুনিয়র এটি কোনও বিষয় নয়!’
ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয়ের প্রত্যাশা নিয়ে খেলতে নেমে সফল হতে পারেনি। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করে। অথচ এই ওয়ানডে ক্রিকেটেই বাংলাদেশের অবস্থান সবচেয়ে বেশি শক্তিশালী। কিন্তু সেই তুলনায় টি-টোয়েন্টিতে খুবই নাজুক অবস্থা। তা জানার পরও হাথুরুসিংহে জেনে-শুনেই জানিয়েছেন লক্ষ্য তার টি-টোয়েন্টি সিরিজ জয়।
তিনি বলেন, ‘আমরা জয়ের জন্য চেষ্টা করব। অবশ্যই আমাদের লক্ষ্য সিরিজ জয়।’
এমপি/এমএমএ/