বায়ার্ন ম্যাচ এমবাপ্পের ভবিষ্যৎ নির্ণায়ক নয়
অনেক গুঞ্জনের ভিড়ে কিলিয়ান এমবাপ্পে এখনো পিএসজির ফুটবলার। দুই পক্ষের সম্পর্ক টিকে থাকলেও থেমে নেই তাদের ছাড়াছাড়ির গুঞ্জন। এটা আরও একবার সামনে এসেছে চ্যাম্পিয়নস লিগ থেকে প্যারিসের ক্লাবটি বিদায়ের শঙ্কায় পড়ায়।
আজ (৮ মার্চ) পিএসজির বাঁচা-মরার ম্যাচ বায়ার্ন মিউনিখের বিপক্ষে। শোনা যাচ্ছে, আবারও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থ হলে পরিবর্তনের হাওয়া লাগতে পারে এমবাপ্পের ভবিষ্যতে। এমন গুঞ্জনের ভিড়ে ফরাসি ফরোয়ার্ড স্পষ্ট জানিয়ে দিলেন যে বায়ার্ন ম্যাচ তার ভবিষ্যত নির্ণায়ক নয়।
চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে হেরেছে ফরাসি জায়ান্টরা। সেটাও ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে। আজ রাতে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় তাদের অগ্নিপরীক্ষা। ইউরোপ সেরা টুর্নামেন্টে টিকে থাকতে হলে জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা নেই ক্রিস্টোফ গালতিয়েরের শিষ্যদের সামনে।
কঠিন সময়ে নিজ ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন মোটেও সহ্য হচ্ছে না এমবাপ্পের। তাই তো ফিরতি লেগের আগে বিশ্বকাপজয়ী তারকা সোজাসাপ্টা বলে দিলেন, ‘ক্লাবের প্রতি যথাযথ সম্মান না দেখিয়ে যদি আমার ভবিষ্যৎ চ্যাম্পিয়নস লিগের সঙ্গে যুক্ত করতাম, তাহলে আমি অনেক আগেই চলে যেতাম।’
এমবাপ্পে যোগ করেন, ‘আমি মনে করি না বায়ার্ন ম্যাচের কোনো প্রভাব পড়বে। আমি এখানে (প্যারিসে) আছি এবং খুব সুখে আছি। আমি পিএসজিকে সফল করা ছাড়া অন্য কিছু নিয়ে ভাবছি না।’
এসজি