মাশরাফিকে পেয়ে তামিম ইকবালের খুনসুটি
জাতীয় দলে থেকে সরে দাঁড়ানোর কারণে তামিম ইকবাল এখন আর মাশরাফির সঙ্গ পান না। কিন্তু এবার একই দলে খেলাতে আবার তারা একত্রিত হওয়ার সুযোগ পেয়েছেন। অনেকটা জাতীয় দলের আবহ। অনুশীলনে শুরু হয়ে গেছে নানান খুনসুটি। তামিম ইকবাল বলেন, ‘১৪ বছর ধরে একসঙ্গে আছি, নতুন কিছু না। মাশরাফি ভাইয়ের সঙ্গে তো আগের মতো একসঙ্গে এত সময় কাটানো হয় না। যখনই সুযোগ পাই, আমি, রিয়াদ ভাই ও মাশরাফি ভাই কথাবার্তা বলতে পছন্দ করি।’
নতুন বছরের শুরুতে বিপিএল দিয়ে ছন্দে ফিরতে চান তামিম ইকবাল। এই ফেরার প্লাটফর্ম হিসেবে তিনি বেছে নিয়েছেন বিপিএলের অষ্টম আসরকে। যদিও তিনি বিসিএলের দুইটি ম্যাচ খেলেছেন। কিন্তু সেখানে তিনি নিজেকে ভালোভাবে মেলে ধরতে পারেননি। আজ বিপিএলে তার দল মিনিস্টার ফ্রাঞ্চাইজির জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ‘সৌভাগ্যবশত বিপিএলের আগে আগে দুইটা ম্যাচ খেলতে পেরেছি। এখন খুব ভালো অবস্থায় আছি (ইঞ্জুরির দিক থেকে)। ফিটনেসের দিক থেকেই ঠিকাছে। আশা করি বিপিএলে আমার শুরুটা ভালো হবে। ভালো করার ব্যাপারে আশাবাদী। ভালো করার জন্য যা যা করতে হয় আমি করার চেষ্টা করছি। যতটুকু আমার হাতে আছে, আমি সেরা চেষ্টাটাই করবো।’
তামিম ইকবাল নিজে যেমন ছন্দে ফিরতে চান, তেমনি দলকেও করাতে চান চ্যাম্পিয়ন। যে দলে তিনি ছাড়াও মাশরাফি-মাহমুদউল্লাহর মতো ক্রিকেটাররা আছেন, সেই দল নিয়ে চ্যাম্পিয়নশিপ প্রত্যাশা করতেই পারেন। তামিম ইকবাল বলেন, ‘যখন কোনো দল তৈরি করে, লক্ষ্যই থাকে চ্যাম্পিয়ন হওয়ার। একইভাবে আমাদেরও এটাই ইচ্ছা। ফলাফল আমাদের হাতে থাকে না, কিন্তু আমরা প্রক্রিয়া অনুসরণ করতে পারি। আমাদের না পারার কোনো কারণ নেই। ভালো খেললে অবশ্যই সুযোগ থাকবে। আমাদের কাজ পারফর্ম করা, বাকিটা ভাগ্য ও ফর্মের ওপর।
এমপি/এএন