বিপিএল নিয়ে ইতিবাচক খোঁজার কথা বললেন তামিম ইকবাল
আয়োজকদের দাবি আইপিএলের পরই বিপিএল। কিন্তু বাস্তবতা সে কথা বলে না। এবারের বিপিএল যেন ক্রমাবনতির দিকেই যাচ্ছে। কারণ, মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারদের অনুপস্থিতি, ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) নেই, অমিক্রন বেড়ে যাওয়াতে দর্শক উপস্থিতিও থাকছে না। বিপিএলের অষ্টম আয়োজনে যেন শুধুই হতাশার ডালপালা।
কিন্তু এত সীমাবদ্ধতার মাঝেও বিপিএল মাঠে গড়াতে যাচ্ছে-ব্যাপারটি সবাইকে ইতিবাচকভাবে দেখার আহবান জানিয়েছেন মিনিস্টার ঢাকার তারকা ক্রিকেটার তামিম ইকবাল। আজ জার্সি উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি এখানে বসার পর থেকে প্রথম ৬-৭টা প্রশ্ন হয়েছে। সব নেতিবাচক। একটাও ইতিবাচক প্রশ্ন নেই। দল কেন এ রকম, ডিআরএস নেই! দেখুন, ঘাটতি অবশ্যই থাকবে। সব জায়গায়ই ঘাটতি থাকে। কোন পরিস্থিতিতে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে এটা বুঝতে হবে। পিএসএলও একই সময়ে হচ্ছে। তারপরও যে টুর্নামেন্টটা হচ্ছে, এটার প্রশংসা করা উচিৎ।’
ডিআরএস নিয়ে তিনি বলেন, ‘আমি নিশ্চিত এবার কোনো একটি কারণে ডিআরএস নেই। আমি ব্যাক্তিগতভাবে ডিআরএস থাকলে অবশ্যই খুশি হতাম। কারণ, কোনো ডিসমিসালে আমি আউট হয়ে থাকলে সেখানে আমার সুযোগ হাতছাড়া হয়ে যাবে। এটা নিয়ে আমরা শুধু নেতিবাচক কথা বলবো-এর পক্ষে আমি না।’
বিপিএলে এবারের আসরের ইতিবাচক দিকে নিয়ে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় এই টুর্নামেন্টের অনেক ইতিবাচক দিক আছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। এখান থেকে বাংলাদেশ এক-দুইটা খেলোয়াড় পেয়ে যেতে পারে। খারাপ আমরা সবসময় খুঁজে বের করতে পারবো। আসুন সেদিকে নজর না দিই। ভালো যা কিছু পাবো তাতে মনোযোগ দেওয়া যাক। নেতিবাচক চিন্তা করলে আপনি সারাদিন বলতে পারবেন। তাই ইতিবাচক থাকা উচিৎ।’
এমপি/এএন