আরও অনেক কিছু করার বাকি এমবাপ্পের
ফ্রান্সকে জিতিয়েছেন বিশ্বকাপ। পিএসজিকে জিতিয়েছেন একাধিক শিরোপা। এক কথায়, বয়সের তুলনায় সাফল্যের ঝুলি বেশ ভারী কিলিয়ান এমবাপ্পের। সবশেষ শনিবার (৪ মার্চ) রাতে ইতিহাস গড়েছেন পিএসজির জার্সি গায়ে। এরপরই ফরাসি ফরোয়ার্ড জানালেন, তার আরও অনেক কিছু করার বাকি রয়েছে।
পার্ক দেস প্রিন্সেসে নতেকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি। রেকর্ড গড়া গোলের জন্য এমবাপ্পেকে অপেক্ষা করতে হয় ৯২ মিনিট পর্যন্ত। ইনজুরি টাইমে লক্ষ্যভেদ করে পিএসজির সর্বোচ্চ গোলদাতা বনে গেছেন তিনি। পেছনে ফেলেছেন ক্লাবটির সাবেক উরুগুইয়ান ফরোয়ার্ড এডিনসন কাভানিকে।
গত ডিসেম্বরে ২৪ বছরে পা ফেলেন এমবাপ্পে, যিনি ফুটবলে সুপারস্টার। বিশ্বকাপ ফাইনাল খেলেছেন দুইবার, ২০১৮ সালে জিতেছেন শিরোপা এবং ২০২২ সংস্করণে পেয়েছেন গোল্ডেন বুট। সবশেষ বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেছেন ২০২১ নেশন্স কাপ জয়ী তারকা।
২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। প্যারিসের ক্লাবটির হয়ে লিগ ওয়ান জিতেছেন চারবার এবং গত মৌসুমেই লিগে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৩০ গোলের পাশাপাশি ৮টিতে অ্যাসিস্ট করেছেন ফরাসি ফরোয়ার্ড।
ক্লাবের হয়ে সব মিলে ২৪৭ ম্যাচে ২০১ গোল করেছেন এমবাপ্পে। ২০০ গোল করতে কাভানির লেগেছিল ২৯৮ ম্যাচ। উরুগুইয়ান ফরোয়ার্ডকে পেছনে ফেলায় মাঠেই ফরাসি তারকার হাতে বিশেষ ট্রফি তুলে দেয় পিএসজি কর্তৃপক্ষ।
বিশেষ সম্মাননা পাওয়ার পর এমবাপ্পে বলেন, ‘আমি ইতিহাস গড়ার জন্য খেলি। আমি সব সময় বলেছি যে আমি ফ্রান্সে, আমার দেশের রাজধানীতে, আমার শহরে ইতিহাস গড়তে চাই এবং আমি তা করছি। এটি দুর্দান্ত, তবে এখনো অনেক কিছু করা বাকি আছে।’
এসজি