দুই গোল হজম করা আর্সেনালের পাল্টা তিন গোল
ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ দল আর্সেনাল। অপরদিকে রেলিগেশনের শঙ্কায় আছে বোর্নমাউথ। অথচ এমন একটি প্রতিপক্ষের বিপক্ষে প্রথমে দুই গোলে পিছিয়ে পড়ে হারের মুখে পড়েছিল আর্সেনাল। পরে সেই গোল দুইটি পরিশোধ করে ম্যাচ বাঁচাতে সক্ষম হয়। শেষ পর্যন্ত তারা জয় নিয়েই মাঠ ছাড়ে যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মিনিটের গোলে। ৩-২ গোলের জয়ে আর্সেনাল পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে। ২৭ ম্যাচে ৬১পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি।
নিজেদের মাঠে খেলার ৯ সেকেন্ডেই ফিলিপ বিলিংসের গোলে পিছিয়ে পড়ে ম্যানসিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে এটি ছিল দ্বিতীয় দ্রুততম গোল। প্রথমার্ধে বোর্নমাউথ যেমন আর গোল করতে পারেনি’ তেমনি ম্যানসিটিও গোল পরিশোধ করতে পারেনি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে ৫৭ মিনিটে মার্কোস সেনেসির গোলে আর্সেনাল আরও পিছিয়ে পড়ে। এ সময় তাদের হারের শঙ্কা জেগে উঠে।
৬২ মিনিটে থমাস পার্টের গোলে ব্যবধান কমায় আর্সেনাল। ৮ মিনিট পর বেন হোয়াইট গোল করে খেলায় সমতা নিয়ে আসেন। এরপর খেলায় গড়ায় যোগ করা অতিরিক্ত সময়ে। রেফারি যখন শেষ বাঁশি বাজানোর অপেক্ষায়, তখনই বদলি খেলোয়াড় রেইস নেলসন গোল করে দলকে পরো ৩ পয়েন্টই এনে দেন।
এমপি/এসএন