মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন ফিরমিনো
লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন রবার্তো ফিরমিনো। মৌসুম শেষেই আনফিল্ড ছেড়ে যাবেন ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
২০১৫ জুনে ২৯ মিলিয়ন পাউন্ডে হফেনহেইম থেকে লিভারপুলে যোগ দেন ফিরমিনো। ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ এবং ক্লাব বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন তিনি। আট বছরের পথচলায় অলরেডদের জার্সিতে ৩৫৩ ম্যাচে ১০৭টি গোল এবং ৭০টি অ্যাসিস্ট করেছেন ব্রাজিলিয়ান তারকা।
লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, তিনি ফিরমিনোকে ক্লাবে ধরে রাখতে চেয়েছিলেন এবং নতুন চুক্তির বিষয়ে আলোচনাও করেছেন খেলোয়াড়ের সঙ্গে, কিন্তু ফিরমিনো দলবদলের পক্ষে। আনফিল্ড ছেড়ে কোথায় তরী ভেড়াবেন এই ফরোয়ার্ড তা জানাননি ক্লপ।
পেশীর ইনজুরি এবং ডিয়েগো জোতা, লুইস দিয়াজ, ডারউইন নুনেজ ও কডি গ্যাকপোর আগমনে লিভারপুলে এখন নিয়মিত খেলোয়াড় নন ফিরমিনো। অথচ পূর্বে দলের আক্রমণভাগে অবিচ্ছিন্ন অংশ ছিলেন তিনি। মোহাম্মদ সালাহ, সাদিও মানে এবং ফিরমিনো-এই ত্রয়ীতে দারুণ ছুটছিল অলরেডরা।
২০১৯-২০ মৌসুমে সেরা তিন ফরোয়ার্ডের কাঁধে চেপে প্রিমিয়ার লিগে ৩০ বছরের শিরোপা খরা ঘুচিয়েছিল লিভারপুল। গত বছর মানে বায়ার্ন মিউনিখে যোগ দিলে ভাঙে তাদের ত্রয়ী। এখন ফিরমিনো বিদায়ের পালা, যিনি চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৬ ম্যাচে ৯ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৪টি।
এমএমএ/