আত্মঘাতী গোলে ‘এল ক্লাসিকো’ জিতল বার্সা
খর্বশক্তির বার্সেলোনার কাছে ধরাশায়ী হলো রিয়াল মাদ্রিদ। সেটাও আত্মঘাতী গোলে। কোপা দেল রেতে সেমিফাইনালের প্রথম লেগে দুই চিরশত্রুর লড়াইয়ে কাতালান ক্লাবটি জিতেছে ১-০ গোলে। তাতে ফাইনালে পথে এগিয়ে থাকল জাভি হার্নান্দেজের শিষ্যরা।
বৃহস্পতিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে পূর্ণশক্তির দল নামান কার্লো আনচেলত্তি। ম্যাচ জুড়ে বল দখলে একচেটিয়া আধিপত্য ছিল তার শিষ্যদের। কিন্তু ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে একটিও অন-শট নিতে পারেনি স্বাগতিক রিয়াল।
আক্রমণের দিক থেকে মন্দের ভালো ছিল জাভির শিষ্যরা। এল ক্লাসিকোতে তারা পায়নি চোটাক্রান্ত রবার্ট লেভানদোভস্কি, উসমানে দেম্বেলে এবং পেদ্রিকে। দলের সেরা তিন গোলস্কোরারকে ছাড়া খেলতে নেমে সর্বসাবক্যুলে ৩টি শট নিতে পারে স্বাগতিকরা। এর মধ্যে ২টি ছিল লক্ষ্যে।
বার্সা আক্রমণে এগিয়ে থাকলেও রাফিনহা-ফেররান তোরেসরা গোল উপহার দিতে পারেননি দলকে। উপহারটা আসে এদের মিলিতাওয়ের ভুলে। প্রতিপক্ষের আক্রমণ রুখে দিতে গিয়ে ২৬ মিনিটে নিজেদের জালে বল জড়ান রিয়ালের ২৫ বছর বয়সী ডিফেন্ডার।
মিলিতাওয়ের ভুল থেকে পাওয়া লিড আগলে রেখেই শেষতক জয়ের হাসি হেসে বার্নাব্যু ছাড়ে বার্সা। আগামী ৫ এপ্রিল ক্যাম্প ন্যুতে সেমির ফিরতি লেগে রিয়ালকে আতিথেয়তা দেবে তারা। এর আগে আরও একবার মুখোমুখি হবে দুই পরাশক্তি। চলতি মাসের ১৯ তারিখে লা লিগায় মুখোমুখি হবে বার্সা-রিয়াল। এই ম্যাচের ভেন্যুও ক্যাম্প ন্যু।
এসএন