শামসুন্নাহারদের এবারের লক্ষ্য এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ খেলা
নারী সাফ অনূর্ধ্ব-২০ আসরে শিরোপা জেতার সুবাস শামসুন্নাহারদের শরীর থেকে মুছে যাওয়ার আগেই আরেকটি বড় মিশনে নামতে হচ্ছে তাদের। এবারের মিশনের নাম এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই।
বাংলাদেশ খেলবে ‘এইচ’ গ্রুপে। গ্রুপের অপর দলগুলো হলো ইরান ও তুর্কমেনিস্তান। গ্রুপ চ্যাম্পিয়ন দল খেলবে চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্বে খেলবে ৮ গ্রুপের ৮ সেরা দল। বাংলাদেশের লক্ষ্য মূল পর্বে খেলা। মূল পর্ব অনুষ্ঠিত হবে আগামী বছর মার্চে উজবেকিস্তানে।
এই আসরে স্বাগতিক বাংলাদেশ। কমলাপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে ৮ মার্চ। প্রথম দিন মাঠে নামবে ইরান ও তুর্কমেনিস্তান। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ১০ মার্চ তুর্কমেনিস্তানের বিপক্ষে। ১২ মার্চ ইরানের বিপক্ষে খেলবে শেষ ম্যাচ।
তিন দলের মাঝে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ সবার থেকে আছে পেছনে। র্যাঙ্কিংয়ে ইরান ৬৮তম, তুর্কমেনিস্তান ১৩৭তম। সেখানে বাংলাদেশের অবস্থান ১৪০তম।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পিছিয়ে থাকার পরও অধিনায়ক শামসুন্নাহার আশাবাদী মূল পর্বে খেলার। তিনি বলেন, ‘দুইটি দলই আমাদের চেয়ে শক্তিশালী। তারপরও আমাদের লক্ষ্য থাকবে দুইটি দলকেই হারানো।’
তিনি বলেন, ‘সাফ চ্যাম্পিয়নশিপের পর আমরা বিরতির মাঝেও অনুশীলন করেছি। আমাদের ফিটনেস ভালো। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই, যাতে করে আমরা পরের রাউন্ডে যেত পারি।’
কোচ গোলাম রব্বানি ছোটন বলেন, ‘সাফে আমাদের আকলিমা ও শামসুন্নাহার ইনজুরি নিয়ে খেলেছিল। এখন ওরা পুরোপুরি সুস্থ। এই দলে দুইটি পরিবর্তন আছে। ইতি রানির পরিবর্তে স্বর্ণা রানী ও আফরোজা আক্তারের পরিবর্তে তৃষ্ণা রানী সুযোগ পেয়েছে।
বাংলাদেশ দল
রুপনা চাকমা, সাথী বিশ্বাস, স্বর্ণা রানী মণ্ডল, সুরমা জান্নাত, আফেইদা খন্দকার, নাসরিন আক্তার, কোহাতি কিসকু, ইতি খাতুন, উন্নতি খাতুন, স্বপ্না রানী, সোহাগী কিসকু, মাহফুজা খাতুন, নৌসুন জাহান, রিপা, রেহেনা আক্তার, শামসুন্নাহার জুনিয়র, হালিমা আক্তার, তৃষ্ণা রানী, শাহেদা আক্তার রিপা, আকলিমা খাতুন, আনিকা তাঞ্জুম, আইরিন খাতুন ও সুরভী আকন্দ প্রীতি।
এমপি/এমএমএ/