তিন নতুন মুখ নিয়ে বাংলাদেশের জাতীয় ফুটবল দল
মার্চ মাসের শেষের দিকে সিলেটে অনুষ্ঠিত হবে তিন জাতির ফুটবল আসর। এই আসরকে সামনে রেখে জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ার ক্যাবরেরা ২৭ জনের প্রাথমিক দল ঘোষণা করেছেন।
নতুন মুখ তিন জন হলেন আবাহনী লিমিটেড রক্ষণভাগের আলমগীর, ফর্টিজ এসপির মজিবুর রহমান জনি ও মুক্তিযোদ্ধা সংসদের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ। বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান এলিটা কিংসলেও দ্বিতীয়বারের মতো প্রাথমিক দলে ডাক পেয়েছেন। এখনো তিনি মূল দলে ডাক পাননি।
২০ থেকে ২৭ মার্চ বাংলাদেশ, ব্রুনাই দারুসসালাম ও সিশেলসকে নিয়ে অনুষ্ঠিত হবে এই ত্রিদেশীয় সিরিজ।
বাংলোদেশ দল: আনিসুর রহমান, তারেক কাজী, সাদ উদ্দিন, রিমন হোসাইন, বিশ্বনাথ ঘোষ, টুটুল বাদশা, তপু বর্মণ, মাশুক মিয়া, সোহেল রানা (বসুন্ধরা), রাকিবুল হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, সাদিদুল ইসলাম, আলমগীর মোল্লা, রহমত মিয়া, সোহেল রানা (আবাহনী), ফয়সাল আহমেদ, এলিটা কিংসলে, জামাল ভূঁইয়া (অধিনায়ক), হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, মোহাম্মদ ইবরাহিম, মিতুল মারমা, মজিবুর রহমান, মেহেদী হাসান শ্রাবন, আমিনুর রহমান, ইমন শাহরিয়ার, রবিউল হাসান।
এমপি/এমএমএ/