রাতে বার্সা-রিয়ালের ‘এল ক্লাসিকো’
একদিকে ছন্দপতন। আরেকটি চোটের ছোবল। এক কথায়, এই মুহূর্তে যাচ্ছেতাই দশা বার্সেলোনার। কঠিন সময়ে অগ্নিপরীক্ষার সামনে জাভি হার্নান্দেজের দল। আজ (২ মার্চ) মর্যাদার ‘এল ক্লাসিকো’ খেলতে নামবে তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ২টায় কোপা দেল রেতে সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সা।
চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠে বার্সা পাচ্ছে না চোটাক্রান্ত উসমানে দেম্বেলে এবং পেদ্রিকে। খেলা হবে না রবার্ট লেভানদোভস্কির। গত সপ্তাহে আলমেরিয়ার মাঠে ১-০ হারের ম্যাচে উরুর চোটে পড়েন পোলিশ স্ট্রাইকার। চলতি মৌসুমে এই তিনজনই এখন পর্যন্ত বার্সার সেরা গোলস্কোরার।
বিগত ১৮ মাসে বড় বাধা টপকে যাওয়ার রেকর্ড নেই বার্সার। চ্যাম্পিয়নস লিগে টানা দুবার বিদায় নিয়েছে গ্রুপপর্ব থেকে। ইউরোপা লিগে ধরাশায়ী হয়েছে এনট্রাখট ফ্রাঙ্কফুর্ট ও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। এমনকি রিয়ালের মাঠে সাম্প্রতিক অতীত সুখকর নয় তাদের।
বার্নাব্যুতে সর্বশেষ ছয় এল ক্লাসিকোর পাঁচটি জিতেছে রিয়াল। এ যাত্রায় টানা দুই ম্যাচ হেরে তাদের বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বার্সা। জাভির মতে, এটা তার দলের জন্য ট্রফি জয়ের ‘গোল্ডেন’ সুযোগ।
এসজি