ফিফা ফিফপ্রো একাদশে যারা
বর্ষসেরার দৌড়ে যারা পারেননি তাদের রেখেই প্রকাশ করা হয়েছে ফিফা ফিফপ্রো একাদশ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্যারিসে জমকালো আয়োজনের রাতে পুরুষ ও নারী, দুই ক্যাটাগরিতেই সেরা বর্ষসেরা দল ঘোষণা করা হয়।
২০০৫ সাল থেকে ফিফপ্রো পেশাদার ফুটবলারদের তাদের সেরা একাদশ বেছে নেওয়ার সুযোগ দিচ্ছে। বিশ্বব্যাপী এটাই একমাত্র পুরস্কার যা শুধুমাত্র ফুটবলারদের দ্বারা নির্ধারিত হয়।
২০২২ ফিফা ফিফপ্রো সেরা একাদশের জন্য ৬৮টি দেশের খেলোয়াড়ের নাম জমা পড়েছে। নারী ক্যাটাগরিতে রেকর্ড ৬ হাজার ৪৩টি ভোট কাস্টিং করা হয়। পুরুষ একাদশ নির্বাচনে ভোট দিয়েছেন ১৮ হাজার ৬৪০ জন।
ফিফপ্রো পুরুষ একাদশ:
গোলরক্ষক: থিবো কর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম)
ডিফেন্ডার: জোয়াও ক্যানকেলো (ম্যানচেস্টার সিটি/বায়ার্ন মিউনিখ/পর্তুগাল), ভার্জিল ফন দাইক (লিভারপুল/নেদারল্যান্ডস), আশরাফ হাকিমি (পিএসজি/মরক্কো)
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ/ম্যানচেস্টার ইউনাইটেড/ব্রাজিল), কেভিন ডি ব্রুয়েন (ম্যানচেস্টার সিটি/বেলজিয়াম), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ/ক্রোয়েশিয়া)
ফরোয়ার্ড: করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স), আর্লিং হালান্ড (বরুসিয়া ডর্টমুন্ড/ম্যানচেস্টার সিটি/নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/ফ্রান্স), লিওনেল মেসি (পিএসজি/আর্জেন্টিনা)
ফিফপ্রো নারী একাদশ:
গোলরক্ষক: ক্রিশ্চিয়ান এন্ডলার (অলিম্পিক লিও/চিলি)
ডিফেন্ডার: লুসি ব্রোঞ্জ (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা/ইংল্যান্ড), ম্যাপি লিওন (বার্সেলোনা/স্পেন), ওয়েন্দি রেনার্দ (অলিম্পিক লিও/ফ্রান্স), লিয়াহ উইলিয়ামসন (আর্সেনাল/ইংল্যান্ড)
মিডফিল্ডার: লিনা ওদের্ডর্ফ (ভলসবুর্গ/জার্মানি), অ্যালেক্সিস পুটেলাস (বার্সেলোনা/স্পেন), কেইরা ওয়ালশ (ম্যানচেস্টার সিটি/বার্সেলোনা/ইংল্যান্ড)
ফরোয়ার্ড: স্যাম কের (চেলসি/অস্ট্রেলিয়া), বেথ মিড (আর্সেনাল/ইংল্যান্ড), অ্যালেক্স মরগান (ওরলান্ডো প্রাইড/সান ডিয়েগো ওয়েভ/যুক্তরাষ্ট্র)।
এসজি