সেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ
যে হাত বিশ্বকাপ জিতিয়েছে, সেই হাতে উঠল ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার। সোমবার প্যারিসে জমকালো রাতে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ। বর্ষসেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন ইয়াসিন বুনো ও থিবো কর্তোয়াকে।
কাতার বিশ্বকাপে মার্টিনেজের বীরত্ব দেখেছে সবাই। গত ১৮ ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে ফাইনালে তার বিশ্বস্ত হাত জোড়া লিওনেল মেসির আর্জেন্টিনাকে উপহার দেয় স্বপ্নের বিশ্বকাপ শিরোপা। ফিফা অ্যাওয়ার্ড নাইটে তারই পুরস্কার পেলেন মার্টিনেজ।
কাতারে বিশ্বমঞ্চে বিতর্কের জন্মও দিয়েছিলেন অ্যাস্টন ভিলার মার্টিনেজ। গোল্ডেন গ্লাভস ট্রফি নিয়ে করেন অশ্লীল অঙ্গভঙ্গি। সেই বিতর্কের ঝড় এখনো পিছু ছাড়েনি আর্জেন্টাইন গোলরক্ষকের। স্বস্তির খবর হলো, ফিফা প্রদেয় ট্রফি নিয়ে অমন কিছু করেননি তিনি।
নারী ক্যাটাগরিতে বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ম্যারি ইয়ার্পস। ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ শট-স্টপারের প্রতিদ্বন্দ্বী ছিলেন জার্মান অ্যান-ক্যাট্রিন বের্গার ও চিলিয়ান ক্রিশ্চিয়ান এন্ডলার।
বের্গার গত মৌসুমে চেলসির হয়ে জেতেন নারী সুপার লিগ ও এফএ কাপ। ২০২২ ইউরোতে রানার্সআপ হয় তার দল জার্মানি। এন্ডলার অলিম্পিক লিওর হয়ে ২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগ জেতেন, যিনি বর্ষসেরা হয়েছিলেন ২০২১ সালে। কিন্তু এ যাত্রায় ইয়ার্পসের সঙ্গে পারলেন না তারা।
যে মঞ্চে রানার্সআপ ট্রফি পেয়েছেন বের্গাররা, সেখানে ইয়ার্পসের ইংল্যান্ড করেছে শিরোপা উল্লাস। থ্রি লায়ন্সদের ইতিহাস গড়ার মিশনে প্রত্যেকটি ম্যাচের একাদশে ছিলেন ম্যানইউ গোলরক্ষক। সম্প্রতি নারী সুপার লিগে প্রথম গোলরক্ষক হিসেবে ৫০টি ক্লিন শিট রাখার ইতিহাস গড়েছেন ইয়ার্পস।
এসএন