এল ক্লাসিকোর আগে ইনজুরিতে লেভানদোভস্কি
সপ্তাহটা ভালো কাটেনি বার্সেলোনার। ম্যানচেস্টার ইউনাইডেটের কাছে হেরে বিদায় নিয়েছে ইউরোপা লিগ থেকে। এরপর লা লিগায় ফিরতেই হার দেখেছে আলমেরিয়ার বিপক্ষে। দুই পরাজয়ের পর এবার চোটের ছোবল বার্সা শিবিরে। এল ক্লাসিকোর আগে ইনজুরিতে পড়েছেন তাদের তারকা ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি।
বার্সার পরের ম্যাচ কোপা দেল রে’র মঞ্চে। টুর্নামেন্টের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। আগামী বৃহস্পতিবার (২ মার্চ) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে গড়াবে সেমির প্রথম লেগ। ধারণা করা হচ্ছে, হাইভোল্টেজ ম্যাচটি লেভানদোভস্কিকে ছাড়াই খেলতে হবে বার্সাকে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে আলমেলিয়ার মাঠে পুরো ম্যাচই খেলেছেন পোলিশ স্ট্রাইকার। বার্সার ১-০ গোলে হারের পর ক্লাব কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘লেভানদোভস্কির বাঁ হ্যামস্ট্রিংয়ে স্ট্রেইন আছে।’ তবে কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন সে সম্পর্কে কিছু জানানো হয়নি।
গত গ্রীষ্মে বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সায় যোগ দেন লেভানদোভস্কি। চলতি মৌসুমে এখন পর্যন্ত ক্লাবের টপ স্কোরার (২৫ গোল) তিনি। এই পরিসংখ্যান জানান দেয়, এল ক্লাসিকোর আগে তার চোট দলের জন্য বড় ধাক্কা। কেননা, ইতোমধ্যে সেমির প্রথম লেগে থেকে ছিটকে গেছেন পেদ্রি ও উসমানে দেম্বেলে।
স্প্যানিশ আউটলেট রেলেভো তাদের প্রতিবেদনে জানিয়েছে, কমপক্ষে দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন লেভানদোভস্কি এবং ১৯ মার্চ লা লিগায় রিয়াল ম্যাচের আগে তার বার্সা শিবিরে ফেরার সম্ভাবনা রয়েছে। যদিও অন্যান্য স্প্যানিশ মিডিয়া বলছে, দ্রুতই মাঠে ফিরবেন লেভানদোভস্কি।
এসজি