ফিফার শ্রেষ্ঠত্বের মুকুট জিতবেন কারা?
আজ সেই দিন। অপেক্ষা কেবল কিছু ঘণ্টার। তার আগে আরও জোরেশোরে উঠেছে প্রশ্ন, ফিফার শ্রেষ্ঠত্বের মুকুট জিতবেন কারা?
গত বছর কোভিড-১৯ মহামারির কারণে জুরিখে ফিফার হেডকোয়ার্টারে ভার্চুয়ালি হয়েছিল ‘ফিফা অ্যাওয়ার্ড নাইট’। আপাতত করোনার প্রকোপ কাটিয়ে উঠেছে বিশ্ব। তাই এবার প্যারিসে জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করবে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা।
ফ্রান্সের রাজধানীতে আজ (২৭ ফেব্রুয়ারি) ফিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়। মোট ৮ ক্যাটাগরিতে ঘোষণা করা হবে চূড়ান্ত বিজয়ীর নাম। প্রকাশ করা হবে ২০২২ সালের সেরা দুই একাদশ (নারী ও পুরুষ)। তবে বরাবরের মতোই সবার আগ্রহের কেন্দ্রে বর্ষসেরা পুরুষ ক্যাটাগরিতে।
বর্ষসেরার দৌড়ে টিকে থাকা তিনজন হলেন- লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং করিম বেনজেমা। বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে, কাতার বিশ্বকাপজয়ী মেসির হাতেই উঠছে ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ড’। গুঞ্জন কতটা সত্যি হয় তা নিশ্চিত হওয়া যাবে প্যারিসের জমকালো আয়োজনের পর্দা উঠার পরই।
এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্যাটাগরিতে কারা রয়েছেন-
বর্ষসেরা পুরুষ ফুটবলার
করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ/ফ্রান্স)
কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/ফ্রান্স)
লিওনেল মেসি (পিএসজি/আর্জেন্টিনা)
বর্ষসেরা নারী ফুটবলার
বেথ মিড (আর্সেনাল/ইংল্যান্ড)
অ্যালেক্স মরগান (ওরল্যান্ডো প্রাইড/সান ডিয়েগো
ওয়েভ/যুক্তরাষ্ট্র)
অ্যালেক্সি পুটেলাস (বার্সেলোনা/স্পেন)
বর্ষসেরা পুরুষ কোচ
কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ)
পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি)
লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)
বর্ষসেরা নারী কোচ
সোনিয়া বোম্পাস্টার (অলিম্পিক লিও)
পিয়া সুন্ধাগে (ব্রাজিল)
সারিনা উইগম্যান (ইংল্যান্ড)
বর্ষসেরা পুরুষ গোলরক্ষক
ইয়াসিন বুনো (সেভিয়া/মরক্কো)
থিবো কর্তোয়া (রিয়াল মাদ্রিদ/বেলজিয়াম)
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা/আর্জেন্টিনা)
বর্ষসেরা নারী গোলরক্ষক
অ্যান-ক্যাট্রিন বের্গার (চেলসি/জার্মানি)
ম্যারি ইয়ার্পস (ম্যানচেস্টার ইউনাইটেড/ইংল্যান্ড)
ক্রিশ্চিয়ান এন্ডলার (অলিম্পিক লিও/চিলি)
পুসকাস অ্যাওয়ার্ড
মার্সিন ওলেস্কি (পোল্যান্ড)
দিমিত্রি পায়েত (ফ্রান্স)
রিচার্লিসন (ব্রাজিল)
বর্ষসেরা ভক্ত
আবদুল্লাহ আল সালমি (সৌদি আরব)
আর্জেন্টিনার সমর্থকরা
জাপানিজ সমর্থকরা
এসজি